ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কোভিড পজ়িটিভ ছাত্র ও শিক্ষক দুই স্কুলে পরীক্ষা হবে অনলাইনেই

কোভিড পজ়িটিভ ছাত্র ও শিক্ষক দুই স্কুলে পরীক্ষা হবে অনলাইনেই
কোভিড পজ়িটিভ ছাত্র ও শিক্ষক দুই স্কুলে পরীক্ষা হবে অনলাইনেই
Rate this post

Bengaliportal: গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আংশিক স্কুল। কিন্তু প্রথমে কসবা, তার পরে সোদপুর, ব্যারাকপুর, কল্যাণী এলাকার কয়েকটি স্কুলের শিক্ষক করোনা সংক্রমিত হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল ওই সব স্কুলের পঠনপাঠন। এ বার ফের স্কুলের চৌহদ্দিতে করোনা সংক্রমণের ভ্রুকুটি। সংক্রমিত কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির এক পড়ুয়া এবং শহরেরই অন্য স্কুলের এক শিক্ষক।

সূত্রের খবর, ওই ছাত্র দশম শ্রেণির প্রি-টেস্ট দিচ্ছিল। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে তার জ্বর আসে। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজ়িটিভ আসে। ওই ছাত্রের মা-বাবা স্কুল কর্তৃপক্ষকে সেই খবর দেন। এ দিনই প্রিন্সিপাল জন রফি আজ, সোমবার থেকে সাত দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নোটিস দিয়ে জানান।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

বেশ কিছু স্কুলের শিক্ষক এবং একটি স্কুলের এক ছাত্রের সংক্রমিত হওয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার বলেন, ‘‘স্কুলগুলিকে করোনা-বিধি মেনে চলার কথা বলেছি। পড়ুয়াদের ধাপে ধাপে আনতে হবে। সংক্রমিত শিক্ষক বা পড়ুয়ার সংস্পর্শে আসা সকলের করোনা পরীক্ষা করাতে হবে।’’

অন্য দিকে, সেন্ট লরেন্স হাইস্কুলের এক শিক্ষকেরও করোনা ধরা পড়ার খবর জানিয়েছেন ওই স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রিন্সিপাল সেবাস্টিয়ান জেমস বলেন, ‘‘ওই শিক্ষক স্কুলে এসে অনলাইন ক্লাস নিচ্ছিলেন। তা সত্ত্বেও আমরা আগামী দশ দিন স্কুল বন্ধ রাখছি। সব পরীক্ষা অনলাইনে হবে।’’

Leave a Reply