ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

CRPF Recruitment 2023: সিআরপিএফ এ ১৪৫৮টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করুন

CRPF Recruitment 2023
CRPF Recruitment 2023
Rate this post

CRPF Recruitment: সিআরপিএফ (CRPF) অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ১৪৫৮টি পদে নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নতুন বছরের শুরু থেকেও, ৪ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা। জানা গিয়েছে, মাসিক বেতন হতে পারে ৯০ হাজার টাকা পর্যন্ত। সিআরপিএফ- এ অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনো) এবং হেড কনস্টেবল (মন্ত্রক)- এই দুই পদের জন্য নিয়োগ করা হবে। এই দুই পদে চাকরির জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি, ২০২৩। কেবলমাত্র অনলাইনেই এই দুই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সিআরপিএফ- এর অফিশিয়াল ওয়েবসাইট crpf.gov.in– এ নজর দিতে হবে। 

কত শূন্যপদ

সিআরপিএফ- এ মোট ১৪৫৮টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টরের (স্টেনো) জন্য ১৪৩টি পদ রয়েছে। অন্যদিকে হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)- এর ক্ষেত্রে ১৩১৫টি পদ খালি রয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইটে। 

কারা আবেদন করতে পারবেন

যাঁরা ১০+২ প্যাটার্নে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন তাঁরা এইসব পদের জন্য আবেদন করতে পারবেন। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ২৫ জানুয়ারি ২০২৩ থেকে বয়স গণনা শুরু হবে। সংরক্ষিত ক্যাটেগরির আবেদনকারীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।   

কোথা থেকে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন

সিআরপিএফ- এর এই ১৪৩৮টি পদে চাকরির জন্য কেবলমাত্র অনলাইনেই আবেদন করা সম্ভব। crpfindia.com বা crpf.nic.in- এই দুই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। যাবতীয় বিস্তারিত তথ্য পাওয়া যাবে crpf.nic.in- এই ওয়েবসাইট থেকে। 

বেতন কত

সহকারী সাব ইন্সপেক্টর (স্টেনো) পদের জন্য নির্বাচিত হওয়ার পরে, প্রার্থী বেতন স্তর ৫ অনুযায়ী প্রতি মাসে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অন্যদিকে, হেড কনস্টেবল (মন্ত্রণালয়) পদের জন্য নির্বাচিত হওয়ার পরে, লেভেল ৪ অনুযায়ী, প্রার্থী ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন

Leave a Reply