একদিকে যেমন মর্নিং ক্লাস চলছে তেমনই একই স্কুলে চলছে তারকেশ্বর পদ্মপুর এলাকার একটি আইসিডিএস স্কুলের পঠন-পাঠন।এদিন মিড ডে মিলের রান্না চলাকালীন হঠাত্ই একটি প্রেসার কুকার ফেটে মারাত্মক দুর্ঘটনা ঘটে।
রান্নাঘরের চাল উড়ে যায়, আনুমানিক ৭৫ ফুট দূরে ছিটকে পরে প্রেসার কুকারের সিটি। পড়ুয়ারা আহত না হলেও স্কুলের রাঁধুনি বিজলী পোড়েল ,মেনকা বাগ, কাকলি রায় আহত হন।স্কুলের প্রধানা শিক্ষিকা মঞ্জুশ্রী সামন্ত জানান, স্কুলের রান্না ঘরটি অত্যন্ত ছোট। ফলে দুটো গ্যাস সিলিন্ডার একসাথে ঠাসাঠাসি করে করে রান্না করতে হয়। ছোট পরিসরে রান্নার কাজ করতে অসুবিধা হয় । আইসিডিএস স্কুলের টিচার রিতা মন্ডল বলেন, তারকেশ্বর পৌর এলাকায় আইসিডিএস-এর নির্দিষ্ট কোনও জায়গা নেই। তাই বিভিন্ন জায়গাতে স্কুল চলে। বর্তমানে পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়ে সকালে ক্লাস চলে এবং স্কুলের ক্লাস বেলায় চলে। রাঁধুনি বিজলী পোড়লের অবস্থা গুরুতর ,চোখে আঘাত পেয়েছে বর্তমানে তিনি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিত্সাধীন।