ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এএফসি কাপের প্রাথমিক পর্বে মোহনবাগান সুপার জায়ান্টসের প্রথম ম্যাচ আগাস্টে

এএফসি কাপের প্রাথমিক পর্বে মোহনবাগান সুপার জায়ান্টসের প্রথম ম্যাচ আগাস্টে
এএফসি কাপের প্রাথমিক পর্বে মোহনবাগান সুপার জায়ান্টসের প্রথম ম্যাচ আগাস্টে
Rate this post

এএফসি কাপের প্রাথমিক পর্বে মোহনবাগান সুপার জায়ান্টসের প্রথম ম্যাচ আগাস্টের মাঝামাঝি। ম্যাচটি জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসরা খেলবেন যুবভারতীতে ঘরের মাঠে। এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি যে সূচি মোহনবাগানের কাছে পাঠিয়েছে তাতে জুয়ান ফেরান্দোর দলের ম্যাচ দেওয়া হয়েছে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে।

আইএসএল চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নেপালের মাচিন্দা এফসি অথবা ভুটানের পারো এফসি-র বিরুদ্ধে। তবে মোহনবাগান ক্লাব সূত্রে খবর, ম্যাচটি ১৫ অগাস্ট হচ্ছে না। কারণ, স্বাধীনতা দিবসে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।এএফসি কাপের ম্যাচ নিয়ে বৃহস্পতিবারই মোহনবাগানের তরফ থেকে পুলিশের সঙ্গে কথা বলা হয়। সূত্রের খবর, প্রাথমিক পর্বে সবুজ-মেরুনের প্রথম ম্যাচ ১৪ অথবা ১৬ আগাস্ট হতে পারে। সম্ভাবনা বেশি ১৪ আগাস্ট ম্যাচ হওয়ার।

৮ আগাস্ট মাচিন্দা ও পারো এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে এএফসি কাপের দক্ষিণাঞ্চল পর্বের খেলা শুরু হবে। ওই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে এই পর্বে প্রথম ম্যাচ সবুজ-মেরুনের। দ্বিতীয় ম্যাচে জুয়ানের দলের প্রতিপক্ষ হবে বাংলাদেশের ঢাকা আবাহনী ও মালদ্বীপের ঈগলসের মধ্যে ম্যাচের বিজয়ী। এই ম্যাচ মোহনবাগানের হোম না অ্যাওয়ে তা অবশ্য ঠিক হয়নি। দ্বিতীয় ম্যাচ জিতলে এএফসি কাপের মূলপর্বে খেলবে মোহনবাগান।

Leave a Reply