
আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ওশানগেট কোম্পানির টাইটান সাবমেরিনে রয়েছেন পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেল সুলেমান দাউদসহ পাঁচজন যাত্রী। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সাবমেরিনটিতে পাইলট ও ক্রু ছাড়াও তিনজন পর্যটক আছেন।