রাজ্যে আয়ুষ সমিতিতে চাকরি – WB Ayush Samity Recruitment 2023: পশ্চিমবঙ্গের আয়ুশ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 3 টি পদে নিয়োগ করা হবে। পদগুলিতে নিয়োগের ধরণ হবে চুক্তিভিত্তিক। সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা 16 সেপ্টেম্বর, 2023 এর আগে অনলাইনে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যে আয়ুষ সমিতিতে চাকরি – WB Ayush Samity Recruitment 2023
পদের নাম | প্রোগ্রাম ম্যানেজার / Programme Manager |
---|---|
শূন্যপদ | 23 |
যোগ্যতা | স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং Healthcare Management/Human Resource (HR) এ MBA করে থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
বয়সসীমা | 21 থেকে 60 বছর বয়সী সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। |
বেতনক্রম | মাসিক 75,000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে। |
পদের নাম | Consultant-NAM (Homoeopathy) |
---|---|
শূন্যপদ | 1 |
যোগ্যতা | স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথিতে গ্র্যাজুয়েট ডিগ্রি এবং হাসপাতালে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
বয়সসীমা | 21 থেকে 60 বছর বয়সী সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। |
বেতনক্রম | মাসিক 60,000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে। |
পদের নাম | Consultant-NAM (Ayurveda) |
---|---|
শূন্যপদ | 1 |
যোগ্যতা | স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথিতে গ্র্যাজুয়েট ডিগ্রি এবং হাসপাতালে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
বয়সসীমা | 21 থেকে 60 বছর বয়সী সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। |
বেতনক্রম | মাসিক 60,000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে। |
- আরও পড়ুন: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: SSC কনস্টেবল নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাপ্রেন্টিস নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: বিদ্যুৎ দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য দফতরে বিপুল পদে নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগ
রাজ্যে আয়ুষ সমিতিতে চাকরি নিয়োগ পদ্ধতি
এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা , লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
WB Ayush Samity Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এর পরে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্য।
রাজ্যে আয়ুষ সমিতিতে চাকরি আবেদন মূল্য
100 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।
WB Ayush Samity Recruitment 2023 আবেদনের সময়সীমা
এখানে আবেদন করার শেষ দিন 16/09/2023 তারিখ।
Important Links
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here