ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ | Railway Apprentice Recruitment 2023

Railway Apprentice Recruitment 2023
Railway Apprentice Recruitment 2023
Rate this post

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ | Railway Apprentice Recruitment 2023: ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কেবলমাত্র দশম শ্রেণী পাশ করা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। দেশের যে কোনো রাজ্যের প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।

প্রার্থীরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ | Railway Apprentice Recruitment 2023

ভারতীয় রেলে নিয়োগ পদ

অ্যাপ্রেন্টিস / Apprentice

Railway Apprentice Recruitment 2023 শূন্যপদ

এখানে মোট 2409 টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে Fitter, Welder, Turner, Machinist, Carpenter, Painter (General), Mechanic (DSL), Mechanic (Motor Vehicle), Electrician, Electronics Mechanic, Wireman, Mechanic Refrigeration & AC সহ আরও বেশ কয়েকটি ট্রেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের পাঁচটি ক্লাস্টারে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে Mumbai, Bhusawal, Pune, Nagpur, Solapur ক্লাস্টার। প্রতিটি ক্লাস্টারে রয়েছে বিভিন্ন ইউনিট। একটি নির্দিষ্ট ক্লাস্টারে ইউনিট পিছু শূন্যপদ জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 50% নম্বর সহ মাধ্যমিক পাশের সাথে সাথে উপরের যে কোনো একটি ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে।

Railway Apprentice Recruitment 2023 বয়সসীমা

15 থেকে 24 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। প্রার্থীদের জন্ম হতে হবে 29/08/1999 থেকে 29/09/2008 এর মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ বেতনক্রম

এখানে রেলওয়ে বোর্ডের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে। এছাড়াও, কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট।

Railway Apprentice Recruitment 2023 নিয়োগ পদ্ধতি

মাধ্যমিক এবং ITI ট্রেডে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.rrccr.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। সব শেষে দিতে হবে আবেদন মূল্যও।

Railway Apprentice Recruitment 2023 আবেদন মূল্য

SC/ST/PWD/Women ছাড়া সকল পরীক্ষার্থীকে 100 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ আবেদনের সময়সীমা

28/09/2023 এখানে আবেদন করার শেষ দিন।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply