ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে কর্মী নিয়োগ | Central Warehousing Corporation Recruitment 2023

Central Warehousing Corporation Recruitment 2023
Central Warehousing Corporation Recruitment 2023
Rate this post

সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে কর্মী নিয়োগ | Central Warehousing Corporation Recruitment 2023: সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশন (CEWACOR) হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা, এরা কৃষি উপকরণ, পণ্য ইত্যাদির জন্য বিজ্ঞান সম্মত স্টোরেজের সুবিধা প্রদান করে থাকে। এখানে অনেক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

দেশের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে কর্মী নিয়োগ | Central Warehousing Corporation Recruitment 2023

পদ নামশূন্যপদযোগ্যতাবয়সসীমামাসিক বেতন
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)18সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন পাসসর্বোচ্চ 30 বছর৪০,০০০-১,৪০,০০০ টাকা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)5ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন পাসসর্বোচ্চ 30 বছর৪০,০০০-১,৪০,০০০ টাকা
অ্যাকাউন্টেন্ট24B. com অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং 3 বছর কাজের অভিজ্ঞতাসর্বোচ্চ 30 বছর৪০,০০০-১,৪০,০০০ টাকা
সুপারিন্টেনডেন্ট11যে কোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পাসসরবোচ্চ 30 বছর৪০,০০০-১,৪০,০০০ টাকা
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট81এগ্রিকালচার অথবা জুওলজি এবং কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাসসর্বোচ্চ 28 বছর২৯,০০০-৯৩,০০০ টাকা
সুপারিন্টেনডেন্ট2যে কোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পাসসরবোচ্চ 30 বছর৪০,০০০-১,৪০,০০০ টাকা
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট10এগ্রিকালচার অথবা জুওলজি এবং কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাসসর্বোচ্চ 28 বছর২৯,০০০-৯৩,০০০ টাকা
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট2এগ্রিকালচার অথবা জুওলজি এবং কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাসসর্বোচ্চ 28 বছর২৯,০০০-৯৩,০০০ টাকা

সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে কর্মী নিয়োগ | Central Warehousing Corporation Recruitment 2023

সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে কর্মী নিয়োগ নিয়োগ পদ্ধতি

অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

Central Warehousing Corporation Recruitment 2023 আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.cewacor.nic.in. এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। সব শেষে দিতে হবে আবেদন মূল্যও।

সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে কর্মী নিয়োগ আবেদন মূল্য

SC/ST/PWD/Women পরীক্ষার্থীদের 400 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে। এছাড়া অন্যান্য পরীক্ষার্থীদের 1250 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

Central Warehousing Corporation Recruitment 2023 আবেদনের সময়সীমা

24/09/2023 তারিখের মধ্যে এখানে অনলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply