রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ – Dakshin Dinajpur DM Office Recruitment 2023: দক্ষিণ দিনাজপুর জেলার DM Office-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি। রাজ্য সরকারের অধীনে চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ – Dakshin Dinajpur DM Office Recruitment 2023
রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ নিয়োগ বোর্ড
DM Office, Dakshin Dinajpur
রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ পদের নাম
Data Manager
রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ শূন্যপদের সংখ্যা
1টি।
রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ আবশ্যিক যোগ্যতা
i) প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ (Graduated) হতে হবে।
ii) প্রার্থীর ন্যূনতম প্রতি মিনিটে 30টি শব্দ Type করার দক্ষতা থাকতে হবে।
iii) প্রার্থীর ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ বয়সসীমা
i) আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: SSC কনস্টেবল নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাপ্রেন্টিস নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: বিদ্যুৎ দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য দফতরে বিপুল পদে নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগ
রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ মাসিক বেতন
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 11,000/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ আবেদন প্রক্রিয়া
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে বলা ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট তথ্য সমেত আবেদনপত্রটি জমা দিতে হবে।
রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ আবেদনের তারিখ
05/09/2023 – 30/09/2023