ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ – Dakshin Dinajpur DM Office Recruitment 2023

Dakshin Dinajpur DM Office Recruitment 2023
Dakshin Dinajpur DM Office Recruitment 2023
Rate this post

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ – Dakshin Dinajpur DM Office Recruitment 2023: দক্ষিণ দিনাজপুর জেলার DM Office-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি। রাজ্য সরকারের অধীনে চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ – Dakshin Dinajpur DM Office Recruitment 2023

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ নিয়োগ বোর্ড

DM Office, Dakshin Dinajpur

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ পদের নাম

Data Manager

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ শূন্যপদের সংখ্যা

1টি।

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ আবশ্যিক যোগ্যতা

i) প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ (Graduated) হতে হবে।

ii) প্রার্থীর ন্যূনতম প্রতি মিনিটে 30টি শব্দ Type করার দক্ষতা থাকতে হবে।

iii) প্রার্থীর ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ বয়সসীমা

i) আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।

ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ মাসিক বেতন

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 11,000/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ আবেদন প্রক্রিয়া

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।

ii) আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে বলা ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট তথ্য সমেত আবেদনপত্রটি জমা দিতে হবে।

রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ আবেদনের তারিখ

05/09/2023 – 30/09/2023

Important Link

Official Website: Click Here

Official Notice: Click Here

Leave a Reply