ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

স্টেট ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ – SBI PO Recruitment 2023

SBI PO Recruitment 2023
SBI PO Recruitment 2023

স্টেট ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ – SBI PO Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে। ৭ সেপ্টেম্বর থেকে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

স্নাতক হলেই এই পদের জন্যে আবেদন (SBI PO Recruitment 2023) করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

স্টেট ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ – SBI PO Recruitment 2023

SBI PO Recruitment 2023 কীভাবে আবেদন

ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। এজন্যে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে- sbi.co.in ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে। ৭ সেপ্টেম্বর থেকে এই পদের জন্যে আবেদন শুরু হয়েছে। যা চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

SBI PO Recruitment 2023 কবে হবে পরীক্ষা

SBI PO নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ২০০০ টি শূন্যপদের জণ্যে এই নিয়োগ করা হবে। এজন্যে SBI এর প্রিলিমস পরীক্ষায় বসতে হবে। যা ২০২৩ সালের নভেম্বর মাসে হতে পারে। এজণ্যে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- SBI PO Recruitment 2023 – ক্লিক করতে হবে।

SBI PO Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

যে কোনও বিষয়ে স্নাতক হলেই এই শূন্যপদের (SBI PO Recruitment 2023) জন্যে আবেদন করা যাবে। মান্যতাপ্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করা যাবে। এমনকি যারা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে রয়েছেন তাঁরাও এই পদের জন্যে আবেদন করতে পারবেন। তবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ফাইনাল ডিগ্রি সেরে নিতে হবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

SBI PO Recruitment 2023 বয়স

ফের নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক! SBI PO পদের জন্যে এই নিয়োগ করা হবে। ১লা এপ্রিল ২০২৩ এ ২১ বছর বয়স হয়েছে এমন যে কোনও ব্যক্তি এই পদের জন্যে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ৩০ বছর প[অরজন্ত এই পদের জন্যে আবেদন করতে পারবেন। তবে অনলাইনে আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

Leave a Reply