West Bengal Primary TET 2023 News: রাজ্যে ফের প্রাইমারি টেট পরীক্ষা ঘোষণা করলো পর্ষদ সভাপতি। এদিন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সরাসরি লাইভে এসে ঘোষণা করেন রাজ্যের নতুন করে ফের টেট পরীক্ষা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। গত বছরের ২২ শে ডিসেম্বর হয় শেষ বারের মতো প্রাইমারি টেট পরীক্ষা। এবার তার বছর ঘুরতে না ঘুরতেই ফের নয়া টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল।
এদিকে টেট ২০১৭ ও টেট ২০২২ এর নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি এদিকে নয়া টেটের ঘোষনা পর্ষদের। পর্ষদ সভাপতি জানান, প্রতি বছর টেট পরীক্ষা নেওয়ার কথা মতো বছর ঘুরতেই এমন সিদ্ধান্ত। এদিকে একের পর এক নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে কোট মামলায়। রাজ্য টেট ২০২২ সালে মোট সাড়ে ৬ লক্ষের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয় প্রায় ১.৫ লক্ষ প্রার্থী। অন্যদিকে টেট ২০১৪ ও ২০১৭ নিয়োগ আটকে রয়েছে কোর্টের অর্ডারে। এদিকে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সময় নষ্ট না করে তড়িঘড়ি প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সুত্র মারফত জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে ফের নয়া টেট পরীক্ষা নিতে চলেছে প্রাইমারি শিক্ষা পর্ষদ। আরও জানা যায়, ডিসেম্বর মাসের ১০-১৭ তারিখ অর্থাৎ সেই ৭ দিনের মধ্যে দিনক্ষণ দেখে টেট পরীক্ষার দিনক্ষণ ধার্য করা হতে পারে। আরও জানা যায়, পরীক্ষা গ্রহণের ২-৩ মাস আগে আবেদন গ্রহণ করা দরকার। এদিকে পর্ষদ সভাপতি ইঙ্গিত দিয়ে জানান যে, আগামী কিছু দিনের মধ্যে সম্ভবত প্রাইমারি টেট ২০২৩ এর আবেদন প্রক্রিয়া শুরু করা হতে পারে।
সুত্র মারফত এও জানা যায় যে, চলতি মাসেই রাজ্য প্রাইমারি টেট পরীক্ষার নোটিশ জারি করতে চলেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ পর্ষদ সভাপতি জানান যে, বছরে দুবার হবে প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু চলতি বছরে শেষের দিকেই নেওয়া হবে টেট পরীক্ষা। এদিকে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তোড়জোড় বৈঠক চলছে রাজ্য স্তরে। গত টেটের মতো এই টেট পরীক্ষা তেও নিরাপত্তায় থাকবে কড়াকড়ি পদক্ষেপ। সচ্ছতার সঙ্গে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়াও হল তাদের একমাত্র লক্ষ্য।