গরমে পুড়ছে গোটা বাংলা।আর এই তীব্র গরমে পানীয় জল পাচ্ছে না জলপাইগুড়ি জেলার মেটেলি বাজারের মাদ্রাসা লাইন এলাকার জনগণ। বিষয়টি প্রশাসনকে বহুবার জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে শনিবার ওই এলাকার জনগণ মিলিতভাবে পানীয় জল প্রদানের দাবিতে মেটেলি বাজার থেকে চালশা যাতায়াতের পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল।
একদিকে বৃষ্টির জল অপরদিকে নিকাশি-নালা সাফাই না হওয়ার কারণে নিকাশি-নালার জল বৃষ্টির জলের সাথে মিশে রাস্তার ওপর জমে যাওয়ায় একদিকে যেমন রাস্তা পারাপারে সমস্যা দেখা দিয়েছে তেমনই এলাকা জুড়ে ছড়িয়েছে দুর্গন্ধ।সেই নোংরা জায়গার রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তি। প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তির সামনে আবর্জনা এবং নোংরা জল জমে থাকার ঘটনার নিন্দা করেছেন পানাগড়ের বাসিন্দারা।