ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে উচ্চপ্রাথমিকে

হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে উচ্চপ্রাথমিকে
হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে উচ্চপ্রাথমিকে

Bengaliportal: উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপাতত ডিভিশন বেঞ্চে যাচ্ছে না রাজ্য সরকার৷ উচ্চ প্রাথমিকের রায় নিয়ে পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে, সোমবার সেই বিষয়ে আলোচনা করতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন রাজ্য স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা৷ পরামর্শ নেওয়া হয় আইনজীবীদেরও৷ এর পরেই ডিভিশন বেঞ্চে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আগামী ৪ জানুয়ারি থেকে ভেরিফিকেশনের কাজ শুরু করতে চলেছে এসএসসি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সোমবারের বৈঠকে ঠিক হয়েছে আপাতত ভেরিফিকেশন পর্ব শুরু করবে এসএসসি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্য চায় দ্রুত উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক৷ ডিভিশন বেঞ্চে আপিল করলে এই প্রক্রিয়া আরও বিলম্বিত হবে। তাই সিঙ্গেল বেঞ্চের রায়কেই মান্যতা দিয়েছে রাজ্য সরকার। ২১-এর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সরকার উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে বলে সূত্রের খবর৷

আরও পড়ুন: আগামী বছরে JEE Main পরীক্ষা হবে চার দফায়, ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

উল্লেখ্য, আদালতের নির্দেশে ২০২১-এর ১০ মে’র মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে৷ করোনা আবহে কমিশন ভার্চুয়াল প্রক্রিয়ার উপর জোড় দিতে পারে বলেও জানিয়েছে আদালত। সেই নির্দেশ মতোই আগামী ৪ জানুয়ারির মধ্যে কাউন্সেলিং, ডকুমেন্ট জমা নেওয়ার কাজ শুরু করে দিতে হবে রাজ্যকে৷

Leave a Reply