ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

শিবকে রাগাবেন না, শ্রাবণ মাসে এই কাজগুলো করলে জীবনে নেমে আসবে মহাবিপদ

শিবকে রাগাবেন না, শ্রাবণ মাসে এই কাজগুলো করলে জীবনে নেমে আসবে মহাবিপদ
Rate this post

[ad_1]

আজ অর্থাৎ ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলার শ্রাবন মাস। আর এই মাসে ভগবান শিবের আরাধনায় মগ্ন হন তার ভক্তরা। প্রতি সপ্তাহের সোমবার ভগবান শিবের পুজো করেন অনেকে। তবে, এই বিশেষ মাসে এমন কিছু কাজ আছে যা আপনি করলে ভোলানাথ খুবই অসন্তুষ্ট হন। আর সবার উপরে যার স্থান তিনি যদি রেগে যান তাহলে কোনোমতেই আপনার ভালো হবে না। তাই আপনাদের এই প্রতিবেদনে জানাবো শ্রাবন মাসে ভুলেও কোন কোন কাজ আপনারা করবেন না।

১) শ্রাবন মাস জুড়ে ভুলেও পেঁয়াজ, রসুন কিংবা কোনো আমিষ জিনিস খাবেন না। এই মাসে পুরোপুরিভাবে নিরামিষ আহার গ্রহণ করুন।

২) এই মাসে নিজের মনের মধ্যে কোনোভাবেই খারাপ বা নেতিবাচক চিন্তা আনবেন না। নিজের মাতা -পিতা ও অন্যান্য গুরুজনদের সম্মান করুন। তাহলে ভগবান শিব অবশ্যই আপনাদের কৃপা করবেন।

৩) পুরো শ্রাবন মাস জুড়ে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান সেরে ফেলবেন। তারপরে শিবের মাথায় জল ও বেলপাতা অবশ্যই দেবেন।

৪) এই মাসে দুধ পান করবেন না বরং শিবের মাথায় দুধ ঢালুন।

৫) এই শ্রাবন মাস তপস্যা ও সাধনার মাস বলে মনে করা হয়। তাই যে কোনো রকম বিলাসিতা থেকে দূরে থাকুন এই মাসে। গদিতে না শুয়ে মাটিতে শোবেন।

৬) এই মাসে শুধুমাত্র রাতে ঘুমাবেন। কারণ শ্রাবন মাসে দিনের বেলা ঘুমানো উচিত নয়। দিনে ভগবান শিবের আরাধনা করুন।

৭) শরীরে তেল লাগাবেন না তার সাথেই চুল কিংবা দাঁড়ি কাটবেন না এই মাসে।

এই কয়েকটি জিনিস যদি সম্পূর্ণ শ্রাবন মাস জুড়ে মেনে চলতে পারেন অবশ্যই ভগবান শিব আপনার উপরে প্রসন্ন হবেন।

[ad_2]

Leave a Reply