ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নিয়োগ 2024 | Indian Railway Construction Company Limited Recruitment 2024

Indian Railway Construction Company Limited Recruitment 2024
Indian Railway Construction Company Limited Recruitment 2024
Rate this post

ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নিয়োগ 2024 | Indian Railway Construction Company Limited Recruitment 2024: ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানির তরফে কর্মী নিয়োগ (IRCON Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং এরকম মর্যাদাপূর্ণ ও স্বনামধন্য ক্ষেত্রে কাজ করতে চান তাদের এটি একটি সুবর্ণ সুযোগ। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

Table of Contents

ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নিয়োগ 2024 | Indian Railway Construction Company Limited Recruitment 2024

নিয়োগকারী সংস্থাIndian Railway Construction Company Limited (IRCON)
পদের নামAssistant Manager/ Civil, A.O.S./ Finance, Assistant/ Finance
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ
প্রার্থীর বয়সসীমা30 বছর
মাসিক বেতনপদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন, সর্বোচ্চ লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন 40,000/- টাকা থেকে শুরু
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা09/02/2024

ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নিয়োগ 2024 | Indian Railway Construction Company Limited Recruitment 2024

ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা

Indian Railway Construction Company Limited (IRCON)

Indian Railway Construction Company Limited Recruitment 2024 পদের নাম

বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,

1.Assistant Manager/ Civil 

2. A.O.S./ Finance 

3. Assistant/ Finance

ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নিয়োগ 2024 শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ।

Indian Railway Construction Company Limited Recruitment 2024 প্রার্থীর বয়সসীমা

বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।

ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নিয়োগ 2024 মাসিক বেতন

পদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন। সেক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন 40,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

Indian Railway Construction Company Limited Recruitment 2024 আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1. নিম্নে প্রদত্ত অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

2. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে।

3. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।

5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নিয়োগ 2024 আবেদনের সময়সীমা

আগামী 09/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationNotification1 / Notification2
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a Reply