ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Indian Railways Recruitment 2023

Indian Railways Recruitment 2023
Indian Railways Recruitment 2023
Rate this post

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Indian Railways Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলওয়ে (Indian Railways Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে অ্যাপ্রেন্টিস সহ একাধিক শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে ভারতীয় রেলওয়ের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Indian Railways Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: Indian Railways

পদের নাম: অ্যাপ্রেন্টিস পদ।

আবেদন শুরুর তারিখ: আবেদন প্রক্রিয়া চলছে।

আবেদন শেষের তারিখ: ৪ মার্চ ২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট: https://www.rcf.indianrailways.gov.in/

আরো চাকরির খবর:

বিজ্ঞপ্তি পড়ার লিংক:

শিক্ষাগত যোগ্যতা:

এই শূন্যপদের জন্য আবেদনের জন্য আবেদনকারীকে ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক পাশ থাকতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

শূন্যপদের সংখ্যা:- ৫৫০টি

বয়সসীমা:
২০২৩-এ ৩১ মার্চের নিরিখে বয়স হতে হবে ১৫-৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদনের ফি:

সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের ফি ১০০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোনও ফি দিতে হবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:

আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-

 Written Exam.
 Short-listing.
 Document Verification (DV).
 Interview

আবেদন পদ্ধতি:

আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.rcf.indianrailways.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র:

● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি

অনলাইনের আবেদন করার পদ্ধতি:

● প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করতে হবে।

● অনলাইনে রেজিস্ট্রেশন তথা লগইন এর ডাইরেক্ট লিংকে ক্লিক করতে হবে।

● Registration এর সময় নিজের যাবতীয় বিভিন্ন তথ্য সঙ্গে রাখবেন।

● এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম তথা বাবা এবং মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার সঙ্গে নিজের একটি বৈধ এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি সমস্ত কিছু নির্ভুলভাবে দিতে হবে।

● রেজিস্ট্রেশন শেষে একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড পাবেন যেগুলি অবশ্যই নোট করে রাখবেন। যেটি পুনরায় লগইন করার জন্য লাগবে।

● সব শেষে যাদের আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।

Leave a Reply