ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

লটারিতে কোটি টাকা! কিভাবে সেই টাকা খরচের পরিকল্পনা করেছিলেন অনুব্রত

লটারিতে কোটি টাকা! কিভাবে সেই টাকা খরচের পরিকল্পনা করেছিলেন অনুব্রত
Rate this post

[ad_1]

লটারিতে কোটি টাকা! কিভাবে সেই টাকা খরচের পরিকল্পনা করেছিলেন অনুব্রত

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের এক সোমবার দুপুর বেলা হইচই তৈরি হয়। হইচই তৈরি হয় অনুব্রত মণ্ডলের লটারিতে কোটি টাকা জেতা নিয়ে। ডিয়ার লটারিতে তিনি সেই কোটি টাকা পেয়েছিলেন এমনই খবর চারদিকে ছড়িয়ে পড়ে।

যে টিকিটের অনুব্রত মণ্ডল কোটি টাকা পুরস্কার পেয়েছিলেন সেটি ছিল পাঁচ সিরিজের টিকিট। এক একটি টিকিটের মূল্য ছিল ৬ টাকা অর্থাৎ মোট মূল্য ছিল ৩০ টাকা। লটারিতে কোটি টাকা জেতার খবর ছড়িয়ে পড়ার পর প্রথম অনুব্রত মন্ডলকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মহম্মদ বাজারে দাঁড়িয়ে বলেন, “ওটা পরে! ওটা বাদ দিয়ে কিছু বলার থাকলে বলতে পারেন”।

যে দোকান থেকে এই লটারি টিকিট বিক্রি হয়েছিল সেই দোকানের মালিক রঞ্জিত ধীবর সেই সময় জানান, “আমার দোকানে গত ডিসেম্বর মাসের ৭ তারিখ প্রথম পুরস্কার লেগেছিল। আমি একজন ডিলার। আমার কাছ থেকে অনেকেই টিকিট কিনে নিয়ে যান এবং সেগুলি তারা বিক্রি করেন। সেই মত একজন বয়স্ক লোক আমার কাছ থেকে টিকিট কিনে নিয়ে গিয়েছিলেন এবং তা বিক্রি করেছিলেন। সেই টিকিটেই এই পুরস্কার লেগেছিল। কিন্তু কে সেই টিকিট কিনেছিলেন তা আমি বলতে পারব না”।

এসবের পর ফের অনুব্রত মণ্ডলকে সাংবাদিকরা সামনে পেয়ে লটারির প্রসঙ্গ নতুন করে তুললে অনুব্রত মণ্ডল ফের জানান, ‘পেলেও আমি পাব, লোককে দিলেও আমি দেব।’ এখানেই শেষ নয় এর পাশাপাশি একগাল হাসি হেসে এক সাংবাদিককে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ‘তোর জেনে কি কিছু লাভ আছে?’

তবে অনুব্রত মণ্ডল এই লটারির টিকিটে টাকা জেতা নিয়ে জাগো বাংলাকে জানিয়েছিলেন, এক কোটি টাকা পেয়েছেন কিনা তিনি বুঝে উঠতে পারছেন না। তবে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, তার নিরাপত্তা রক্ষীরা প্রত্যেকেই কমবেশি লটারির টিকিট কাটেন। পরে তারাই নাকি অনুব্রত মণ্ডলের নামে একটি লটারির টিকিট কেটেছিলেন। তাতেই কোটি টাকা উঠে এসেছিল।

অন্যদিকে এই ঘটনাকে নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, যদি সত্যিই সেই টাকা লেগে থাকে তাহলে তিনি পুরো টাকাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দেবেন। তবে সত্যিই অনুব্রত মণ্ডল লটারিতে কোটি টাকা পেয়েছিলেন কিনা সেই ধোঁয়াশা আজও কাটেনি।

[ad_2]

Leave a Reply