ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

‘সিনিয়র’ সিবিআই হেফাজতে, এবার কি করবেন ‘জুনিয়র অনুব্রত’

‘সিনিয়র’ সিবিআই হেফাজতে, এবার কি করবেন ‘জুনিয়র অনুব্রত’

[ad_1]

'সিনিয়র' সিবিআই হেফাজতে, এবার কি করবেন 'জুনিয়র অনুব্রত'

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে গত বৃহস্পতিবার সিবিআই হেফাজতে যাওয়ার পর একপ্রকার থমথমে হয়ে যায় বীরভূম। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে ঢাক ঢোল পেটানো, নকুল দানা বিলি ইত্যাদি করতে শুরু করেন। তবে এসব দেখে থেমে থাকতে পারেননি, তৃণমূলের অন্যান্য নেতারা।

বিরোধী রাজনৈতিক দলগুলির এই উচ্ছ্বাসের পাল্টা তৃণমূলের একাধিক নেতা দিতে শুরু করেন শুক্রবার থেকে। বিরোধীদের হুমকি দিয়ে তারাও যেন এক একটি অনুব্রত হয়ে উঠেছেন। তবে এসবের মাঝেই প্রশ্ন উঠছে, ‘জুনিয়র অনুব্রত’ অর্থাৎ যিনি অনুব্রত মণ্ডলের মিমিক্রি বানিয়ে ফেমাস হয়েছেন সেই সাজিদ কি করবেন? কারণ সিনিয়র তো এখন সিবিআই হেফাজতে!

বোলপুরের কাশিপুরের বাসিন্দা সাজিদ খান একজন ভিডিও ক্রিয়েটর। বোলপুর হাইস্কুল এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করার পর তিনি এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে এই চাকরির প্রস্তুতি নেওয়ার মাঝে টালিগঞ্জে কাজ করেছেন এবং নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করেন। তিনি ফেমাস হন মূলত অনুব্রত মণ্ডলের বিভিন্ন ডায়লগকে নকল করে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করে।

গত বৃহস্পতিবার বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করার পর কিছুটা হলেও মন খারাপ হয়েছে সাজিদের। কারণ এই অনুব্রত মণ্ডলের ডায়লগ নকল করেই তিনি ফেমাস। তবে তিনি যে তার কাজ থামাচ্ছেন না তা স্পষ্ট করেই জানিয়েছেন। তার ভিডিও তৈরীর কাজ আগামী দিনেও চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

সাজিদ জানিয়েছেন, “আমি অনুব্রত মণ্ডল ছাড়াও মিঠুন চক্রবর্তী, মদন মিত্র, কুনাল ঘোষের মত চরিত্রদের নিয়ে ভিডিও তৈরি করেছি। ভিডিও তৈরি থমকে যাচ্ছে না। ভালো ভালো ভিডিও চ্যানেলে আসবে।”

[ad_2]

Leave a Reply