ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কলকাতা মেট্রো রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Kolkata Metro Railway Jobs 2023

Kolkata Metro Railway Jobs 2023
Kolkata Metro Railway Jobs 2023
Rate this post

কলকাতা মেট্রো রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Kolkata Metro Railway Jobs 2023: মেট্রো রেলে কাজ করতে চাইলে এটাই হতে পারে সেরা সময়। কলকাতায় মেট্রো রেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে ১২৫টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ।

Jobs In Kolkata Metro Railway: কোন পদে কত নিয়োগ ?
সম্প্রতি মেট্রো রেলে ১২৫টি শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পদগুলিতে আবেদন করতে বলেছে কলকাতা মেট্রো রেলওয়ে। নিচে চাকরির বিষয়ে বিশদে দেওয়া হল।

Kolkata Metro Railway Jobs: শিক্ষাগত যোগ্যতা 
এই শিক্ষানবীশ পদগুলিতে আবেদনের ক্ষেত্রে দশম বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীদের। মনে রাখতে হবে, এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে NCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI পাশ করতে হবে আবেদনকারীদের। চাকরিপ্রার্থীদের সব শংসাপত্রের অনুলিপি যেমন- জন্ম তারিখের প্রমাণ, শিক্ষাগত/প্রযুক্তিগত যোগ্যতার শংসাপত্র জমা দিতে হবে।

Jobs In Kolkata Metro Railway: আবেদনকারীদের বয়সসীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়সসীমা ১৫-২৪ বছরের মধ্য়ে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে কিছু প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় রয়েছে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের সরকারি বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

Kolkata Metro Railway Jobs: কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বর্ণ, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র ও অন্য কোনও প্রাসঙ্গিক নথি থাকলে তা আবেদনের ফর্মে জমা দিতে পারেন। সেই ক্ষেত্রে সব প্রিন্ট-আউট বন্ধ খামের ওপরে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস লিখে পাঠাতে হবে।

Jobs In Kolkata Metro Railway: গুরুত্বপূর্ণ তারিখ
মনে রাখবেন, এই পদে আবেদনের শেষ তারিখ ৬ মার্চ ২০২৩ রাখা হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে কলকাতা মেট্রো রেলওয়ের সরকারি ওয়েবসাইটে দেখে নিন।

Rail Coach Factory Apprentice Recruitment 2023: রেলের কোচ ফ্যাক্টরি কাপুরথালায় প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই ক্ষেত্রে প্রার্থীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীদের RCF rcf.indianrailways.gov.in-এর অফিসিয়াল সাইটে যেতে হবে।

RCF Recruitment 2023: গুরুত্বপূর্ণ তারিখ 
ইতিমধ্যেই এই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ৪ মার্চ। মোট ৫৫০টি পদে নিয়োগের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলবে।

Leave a Reply