ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইতিহাস গড়লো ইন্ডিগো

ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন সংস্থায় নিয়োগ
ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন সংস্থায় নিয়োগ

বিমান ব্যবসায় ইন্ডিগো একটি উজ্জ্বল নাম। এবার এই ইন্ডিগো করলো এক নতুন ইতিহাস,৫০০টি নতুন বিমানের অর্ডার দিয়ে ইতিহাস গড়ল IndiGo এয়ারলাইন্স। এর আগে কোনও এয়ারলাইন্স একসঙ্গে এতগুলো বিমান কেনেনি। জানা গিয়েছে, আগামী ১০ বছরে ইন্ডিগো এয়ারলাইন্স-এ ১০০০টি নয়া বিমান থাকবে।অর্ডার দেওবা ৫০০-টি বিমানের মধ্যে থাকবে A320NEO, A321NE0 ও A321XLR-এর মত বিমান।

ইন্ডিগোর চেয়ারম্যান পিটার এলবার্স বলেন , ৫০০-টি বিমান কেনার ঐতিহাসিক সিদ্ধান্তটি সংস্থার জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী ১০ বছরে প্রায় ১০০০টি বিমানের অর্ডার-সহ ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক সংহতি রক্ষায় বদ্ধপরিকর।

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ৫০০টি এয়ারবাস A320 ফ্যামিলির। ২০৩০-২০৩৫-এর মধ্যে বিমানগুলির ডেলিভারি হবে। এর আগে এত বড় অর্ডার দিয়েছিল একমাত্র এয়ার ইন্ডিয়া। ৪৭০ টি বিমান কেনার কথা ঘোষণা করা হয়। এরমধ্যে রয়েছে ২৫০ টি এয়ারবাস ও ২২০ টি বোয়িং এয়ারক্রাফ্ট। কিন্তু এয়ার ইন্ডিয়ার রেকর্ড-ও ভেঙে দিল ইন্ডিগো। এর আগে এত সংখ্যক বিমান কেনার রেকর্ড রয়েছে অ্যামেরিকান এয়ারলাইনস-এর। ২০১১-এ বোয়িং এবং এয়ারবাসের থেকে কিনেছিল ৪৬০ টি বিমান।

ইন্ডিগো বর্তমানে দিনে প্রায় ১,৮০০টি উড়ান চালায়। এর বেশিরভাগই ভারতের মধ্যে। মাত্র ১০%-ই আন্তর্জাতিক রুটে চালায় ইন্ডিগো। এয়ারবাস এবং বোয়িং- এই দুই সংস্থার থেকেই এই ৫০০টি বিমান কেনা হবে। এর মাধ্যমেই ইউরোপের ২৭টি স্থানে পৌঁছে যাবে ইন্ডিগো। তালিকায় ব্রিটেন, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ডের মতো বেশ কিছু দেশ রয়েছে।

Leave a Reply