ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ-মিঠাই স্বাক্ষাতে নতুন জল্পনা, নায়িকার পরবর্তী লক্ষ্য কি রাজ?

রাজ-মিঠাই স্বাক্ষাতে নতুন জল্পনা, নায়িকার পরবর্তী লক্ষ্য কি রাজ?
রাজ-মিঠাই স্বাক্ষাতে নতুন জল্পনা, নায়িকার পরবর্তী লক্ষ্য কি রাজ?
Rate this post

ছোটপর্দার মিঠাই এই প্রথমবারের মতো পা রাখতে চলেছেন বড়পর্দায়।সোমবার, সপ্তাহের প্রথম দিনের সন্ধেয় তিনি প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তীর অফিসে।দু’জনের মুখেই চওড়া হাসি। সদ্য ধারাবাহিক ‘মিঠাই’ শেষ হয়েছে। দেব অধিকারীর বিপরীতে ‘প্রধান’ ছবিতে বড়পর্দায় পা রাখতে চলেছেন দর্শকদের প্রিয় মিঠাই।

নায়িকার পরবর্তী লক্ষ্য রাজ? খবর ছড়াতেই এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না টেলিপাড়া। কী বলছেন তাঁরা? রাজের কথায়, ”সৌমিতৃষার সঙ্গে আগেই আলাপ ছিল। খুব মিষ্টি, বাচ্চা মেয়ে। ওর ‘মিঠাই’ নিয়মিত দেখতাম। সদ্য ধারাবাহিক শেষ হয়েছে। এবার কী করবে? সেই আলাপ-আলোচনার জন্য আমরা মুখোমুখি।” রাজের আরও দাবি, তিনি ভাল অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করতে, কথা বলতে সব সময়েই মুখিয়ে থাকেন। সৌমিতৃষা তাঁর মাথায় রয়েছে। আগামীতে তাঁকে নিয়ে নিশ্চয়ই কিছু ভাববেন।

সূত্রের খবর, জুলাই কিংবা অগস্টে নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন রাজ। সেই ধারাবাহিকেই কি দেখা যাবে ছোটপর্দার বড় নায়িকাকে? সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রযোজক-পরিচালক। জানিয়েছেন, সৌমিতৃষা এক্ষুণি ছোটপর্দায় ফিরবেন না। সে কথা তিনি রাজকে জানিয়েছেন। এদিনের সাক্ষাত্‍ নিছকই সৌজন্যমূলক।

Leave a Reply