ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

Jio দিচ্ছে বিনামূল্যে ১০০ জিবি ইন্টারনেট, পাবেন এই সকল গ্রাহকরা

Jio দিচ্ছে বিনামূল্যে ১০০ জিবি ইন্টারনেট, পাবেন এই সকল গ্রাহকরা
Rate this post

[ad_1]

Jio দিচ্ছে বিনামূল্যে ১০০ জিবি ইন্টারনেট, পাবেন এই সকল গ্রাহকরা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যেখানে মাসে এক জিবি ডেটা পাওয়ার জন্য ব্যবহারকারীদের অন্ততপক্ষে ২৫০ টাকা বা তার বেশি খরচ করতে হতো, সেই জায়গায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে জিও। এই টেলিকম সংস্থা আসার পর থেকেই সস্তা হয়ে গিয়েছে ইন্টারনেট।

তবে সম্প্রতি গত বছর ডিসেম্বর মাসে এই টেলিকম সংস্থা তাদের প্ল্যানের দাম বৃদ্ধি করার কারণে বহু গ্রাহক তাদের প্রতি ক্ষুব্ধ হন। অনেকেই খরচ বহন করতে না পেরে তাদের পরিষেবা ত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে গ্রাহকদের মন জয় করতে সম্প্রতি একাধিক অফার নিয়ে এসেছে এই টেলিকম সংস্থা। এরই মধ্যে তাদের তরফ থেকে জানানো হয়েছে চিহ্নিত করা গ্রাহকদের ১০০ জিবি ডেটা দেওয়া হবে বিনামূল্যে।

যে সমস্ত গ্রাহকরা HP স্মার্ট সিম ব্যবহার করেন তাদের এই অফার দেওয়া হচ্ছে। ডেটার মূল্য ১ হাজার ৫০০ টাকা। reliancedigital.in এবং JioMart.com থেকে এই ডেটা কিনলে তা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি এই অফার পেতে গ্রাহকদের থাকতে হবে HP স্মার্ট সিম। তাছাড়া এই সুযোগ পাবেন না ব্যবহারকারীরা।

নতুন গ্রাহক এবং বেশ কিছু বেছে নেওয়া HP ল্যাপটপ গ্রাহকদের এই অফার দেওয়া হচ্ছে। তবে শুধু এই সংস্থার ল্যাপটপ কিনলেই হবে না, এর সঙ্গে নির্দিষ্ট করে দেওয়া মডেল কিনতে হবে গ্রাহকদের। যে সকল মডেলের ক্ষেত্রে এই অফার দেওয়া হচ্ছে সেই মডেলগুলি হল HP 14ef1003tu এবং HP 14ef1002tu।

এই দুটি মডেলের মধ্যে একটি মডেল কেনার পর গ্রাহকদের জিও সিম কার্ড নিতে হবে। সেই সিমকার্ডের সাহায্যেই দেওয়া হবে এই বিপুল পরিমাণ ডেটা বিনামূল্যে। এই ধরনের সিম কার্ড অ্যাক্টিভ করার জন্য গ্রাহকদের নিকটবর্তী রিলায়েন্স জিও স্টোর অথবা তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়াও মাইজিও অ্যাপ জিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অর্ডার করা যেতে পারে এই সিম কার্ড।

[ad_2]

Leave a Reply