ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ফ্রিতে Set Top Box, Jio ফাইবারের এই প্ল্যান দেখাচ্ছে লাভের মুখ

ফ্রিতে Set Top Box, Jio ফাইবারের এই প্ল্যান দেখাচ্ছে লাভের মুখ
Rate this post

[ad_1]

ফ্রিতে Set Top Box, Jio ফাইবারের এই প্ল্যান দেখাচ্ছে লাভের মুখ

নিজস্ব প্রতিবেদন : টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়ার টেলিকম সংস্থা হল Jio। এই টেলিকম সংস্থা বাজারে আসার পর ইন্টারনেট ব্যবহার একেবারে সস্তা হয়ে পড়ে। অন্যদিকে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারিক নানান দিকেরও পরিবর্তন ঘটছে।

বর্তমানে দেশে ব্রডব্যান্ডের ব্যবহার বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ব্রডব্যান্ডের এই ব্যবহার বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে Jio নিয়ে এসেছে জিও ফাইবার। সারাদেশে তারা এই পরিষেবা পৌঁছে দিতে পরিকাঠামো তৈরি করে ফেলেছে। Reliance একমাত্র সংস্থা যারা সারাদেশে Optical Fiber Cable এর মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা ছড়িয়ে দিচ্ছে।

রিলায়েন্সের এই জিও ফাইবারের পরিষেবার গুণগত মান গ্রাহকদের এতটাই পছন্দ হচ্ছে যে প্রতিদিন তাদের গ্রাহক সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এই বিষয়ে সংস্থা এবং টেক বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক দাম এবং তার সঙ্গে একাধিক OTT প্ল্যানের সুবিধার জন্য Jio-র প্ল্যানগুলির গ্রহণযোগ্যতা বেড়েছে।

জিও ফাইবারের যে সকল প্ল্যান রয়েছে তার মধ্যে যেমন একেবারে সস্তার প্ল্যান রয়েছে, ঠিক সেই রকমই বিভিন্ন সুবিধা রয়েছে এমন দামি প্ল্যানও রয়েছে। তবে এই সকল প্ল্যানের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে যে প্ল্যানটি তা হল ১৪৯৯ টাকা। এই প্লানে যেমন ইন্টারনেট স্পিড, ঠিক সেই রকমই রয়েছে নানান সুবিধা।

১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৩০০ Mbps ডেটা স্পিড পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে প্রতি মাসে ৩.৩ TB ডেটা। এতে Jio STB রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও Netflix, Amazon Prime, Disney+ Hotstar, SonyLIV, Zee5, Voot Kids, SunNXT, Hoichoi, Discovery+, Universal+, Lionsgate Play, Eros Now, Jio Cinema, ShemarooMe, Jio Saavan এবং ALT Balaji-র সাবক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়।

[ad_2]

Leave a Reply