ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

অনুব্রতর গড়ে কাজল ম্যাজিক, বিরোধী শুন্য নানুর।

অনুব্রতর গড়ে কাজল ম্যাজিক, বিরোধী শুন্য নানুর।
অনুব্রতর গড়ে কাজল ম্যাজিক, বিরোধী শুন্য নানুর।

বীরভূমের রাজনীতির কথা উঠলেই প্রথম যার নাম মাথায় আসে তিনি হলেন অনুব্রত মণ্ডল। তার ভয়ে বাঘে গরু তো একসাথে জল খেত বীরভূমে। পঞ্চায়েত হোক বা বিধানসভা বিরোধীশূন্যভাবে জেতার ক্ষেত্রে তিনি সামনে আনতেন বিভিন্ন ধরনের তত্ত্ব কখনো গুড় বাতাসা, কখনো আবার চরাম চরাম। কিন্তু সেই অনুব্রত মণ্ডল এখন জেলে। তাই বীরভূমের দায়িত্ব কে সামলাবে, সেই নিয়ে চিন্তার ভাঁজ তৈরি হয়েছিল শাসক দল তৃণমূলে। সেই সময় বীরভূমের দায়িত্বে আনা হয় একসময় অনুব্রত বিরোধী কাজল শেখকে।

দায়িত্বে এসে কাজল শেখ বলেন তিনি প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলের মতোই নিজের দায়িত্ব সামলাবেন। তিনি অনুব্রত মণ্ডলের কোন অভাব বুঝতে দেবেন না। যেমন কথা তেমনি কাজ এবার অনুব্রত মণ্ডলহীন বীরভূমে কাজল ম্যাজিক। নানুর বিধানসভায় ছটি অঞ্চলে বিরোধী শূন্য হল। নানুর বিধানসভায় ছটি গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল। এদিন বোলপুর ব্লকে পঞ্চায়েত ভোটে মনোনয়ন প্রত্যাহার করল সিপিএম, বিজেপি, কংগ্রেস। স্বাভাবিকভাবেই নানুরে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের।

আগামী মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার আগে নানুর বিধানসভার কসবা, সিয়ান, বাহিরী, কঙ্কালীতলা, শিঙি সহ ছয়টি অঞ্চল বিরোধীশূন্য হলো। এই ছটি অঞ্চলে বিরোধীরা মনোনয়ন প্রত্যাহার করল। অনুব্রত মণ্ডলের দেখানো পথে নানুর বিধানসভা বিরোধী শূন্য হল।

জেলার রাজনীতিতে গদাধর হাজরা অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবে পরিচিত। আবার নানুরের কাজল শেখের তীব্র বিরোধী গদাধর হাজরা। সম্প্রতি কাজলের নাম না করে গদাধর বলেন, ‘দিদি তোমাকে কোর কমিটির সদস্য করেছেন। সবাইকে সম্মান দিয়ে চল, সবাইকে নিয়ে একসঙ্গে চল। কিন্তু যদি ভাব, খুনিদের নিয়ে, বালি মাফিয়াদের নিয়ে দল করবে, তাহলে তোমার বিরুদ্ধেই লড়াই হবে’। ইতিমধ্যেই কেষ্টহীন বীরভূমে দল সামাল দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আট সদস্যের কমিটি গঠন করেছেন। সবাইকে মিলেমিশে কাজ করতে বলেছেন। ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সামগ্রিকভাবে বীরভূম জেলা দেখতে নির্দেশ দিয়েছেন। তারই মধ্যে বীরভূমের নানুর বিরোধী শূন্য করে দেখালেন কাজল সেখ।

Leave a Reply