[ad_1]
মুম্বই, ১২ জুলাই: বাইশ গজের সঙ্গে বলিউডের সম্পর্ক বেশ পুরনো। শর্মিলা ঠাকুর- টাইগার পতৌদি থেকে শুরু করে বিরাট-অনুষ্কা কিংবা হরভজন-গীতা বসরা বা জাহির খান-সাগরিকা ঘাটগে, একের পর এক তারকা জুটি তাঁদের নয়া ইনিংস শুরু করেছেন। এবার সেই তালিকায় নতুন করে নাম জুড়ছে কেল এল রাহুল এবং আথিয়া শেট্টির (Athiya Shetty)। শিগগিরই সুনীল শেট্টির কন্যার সঙ্গে কে এল রাহুল (KL Rahul) সাতপাকে বাঁধা পড়বেন বলে খবর।
রিপোর্টে প্রকাশ, আগামী ৩ মাসের মধ্যে নাকি বিয়ে সারবেন কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। রাহুলের পরিবার ইতিমধ্যেই মুম্বইতে হাজির হয়েছেন আথিয়াদের সঙ্গে দেখা করতে। এমনকী দুই বাড়ির বিয়ের কানাকাটাও চলছে পুরোদমে। মিলছে এমন খবরও। তবে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নয়, মুম্বইতে রাহুল এবং আথিয়া সাতপাকে বাঁধা পড়বেন বলে খবর।
জানা যাচ্ছে, কে এল রাহুল সম্প্রতি জার্মানি থাকাকালীন, সেখানে উড়ে যান অভিনেত্রী আথিয়া শেট্টি। ভারতের ইংল্যান্ড ট্য়ুর থেকে এই মুহূর্তে দূরে রাহুল। চোটের কারণেই ইংল্যান্ড ট্যুর থেকে সরে রয়েছেন এই ক্রিকেটার।
[ad_2]