ঘুর পথে বিদ্যুতের সংযোগ দেওয়ার পরই প্রচন্ড হারে লোডশেডিং বেড়ে গেছে । এর ফলেই নাজেহাল হয়ে পড়েছেন এসব গ্রামের মানুষেরা। এরই পরিপ্রেক্ষিতে আজ চন্দ্রপুর থানার হিরাকুনি মোড়ে পথ অবরোধ করেন ফরিদপুর , পাথরডিহি, নোনা প্রভৃতি গ্রামের মানুষ।গ্রামবাসীদের দাবি আগে যেভাবে এইসব গ্রামগুলিতে বিদ্যুতের সংযোগ ছিল সেই ভাবে করা হোক।বিদ্যুত্ দপ্তরে গ্রামবাসীদের অভিযোগ চন্দ্রপুর, হরিপুর গ্রাম হয়ে চন্দ্রপুর অঞ্চলের ফরিদপুর, নোনা, পাথরডিহি, প্রভৃতি গ্রামে বিদ্যুত্ সংযোগ ছিল দীর্ঘদিন ধরেই। বেশ কিছুদিন আগে বিদ্যুতের এই সংযোগটি চন্দ্রপুর এর সাথে বিচ্ছিন্ন করে জয়পুর, রাজনগর হয়ে শেষে ফরিদপুর পাথরডিহি সাজিনা প্রভৃতি গ্রামে দেওয়া হয়েছে। বেশ কয়েকবার অভিযোগ জানানো হয় কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। হিরাকুনি মোড়ে এই দাবীতে গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
গ্রামবাসীদের অভিযোগ চন্দ্রপুর, হরিপুর গ্রাম হয়ে চন্দ্রপুর অঞ্চলের ফরিদপুর, নোনা, পাথরডিহি, প্রভৃতি গ্রামে বিদ্যুত্ সংযোগ ছিল দীর্ঘদিন ধরেই। বেশ কিছুদিন আগে বিদ্যুতের এই সংযোগটি চন্দ্রপুর এর সাথে বিচ্ছিন্ন করে জয়পুর, রাজনগর হয়ে শেষে ফরিদপুর পাথরডিহি সাজিনা প্রভৃতি গ্রামে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হন চন্দ্রপুর থানার ওসি অভিষেক হালদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অবরোধকারীদের এ বিষয়ে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন বলে জানা যায়।