পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে একের পর এক অশান্তির খবর।পঞ্চায়েত নির্বাচনের আবহে যত কাণ্ড ঘটেছে তাতে বেশিরভাগ ক্ষেত্রেই নাম জড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। তবে এবার বিরোধী দলের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। আক্রান্ত দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগরের তৃণমূল কর্মী গোবিন্দ মণ্ডল। দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় অতর্কিতে তা ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।
সেই সঙ্গে উঠেছে মারধরের অভিযোগও। জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে ভর্তি করা হয় রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে। সাগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে তৃণমূল। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে