ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাস্টার ব্লাস্টার সচিন অসমের হাসপাতাল উন্নয়নে অর্থসাহায্য করলেন

মাস্টার ব্লাস্টার সচিন অসমের হাসপাতাল উন্নয়নে অর্থসাহায্য করলেন
মাস্টার ব্লাস্টার সচিন অসমের হাসপাতাল উন্নয়নে অর্থসাহায্য করলেন

বেঙ্গলি পোর্টাল: অসমের রাজ্যর করিমগঞ্জের মাকুন্দা মিশনারি হাসপাতালে আইসিইউ বিভাগ তৈরিতে অর্থ সাহায্য করছেন সচিন তেন্ডুলকর৷ এই অর্থ সাহায্য দিয়ে একটি পেডিয়াট্রিক, অন্যটি নিওনেটাল আইসিইউ৷ সচিনের এই সিদ্ধান্তে করিমগঞ্জ জেলা তো বটেই, ত্রিপুরা এবং মিজোরামের দুঃস্থ পরিবারগুলিও উপকৃত হবে৷

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এই হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের সার্জন বিজয় আনন্দ ইসামিল বলেন, সচিনকে ধন্যবাদ জানানোর ভাষা নেই৷ তাঁর কথায়, ‘‘সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন এবং একম ফাউন্ডেশনের উদ্যোগের ফলে আমরা এখন কম খরচে ভালো এবং উন্নততর পরিষেবা দিতে সক্ষম হব৷’’ তেন্ডুলকরকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ তিনি বলেন, যেখানে শহরের হাসপাতালগুলি একটি আইসিইউ তৈরি করতে পারছে না। সেখানে মাকুন্দায় দু-দুটি আইসিইউ হবে। কুষ্ঠরোগ নিরাময়ে ১৯৩৫ সালে মাকুন্দায় এই মিশনারি হাসপাতাল গড়ে হয়৷

আরও পড়ুন: শত্রুপক্ষের আক্রমণ এড়াতে আরব সাগরে নতুন ডুবো জাহাজ নামাল ভারত

Leave a Reply