ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভাগ্য ফিরল মিলন কুমারের, পা রাখলেন হিন্দি গানের জগতে

ভাগ্য ফিরল মিলন কুমারের, পা রাখলেন হিন্দি গানের জগতে
Rate this post

[ad_1]

ভাগ্য ফিরল মিলন কুমারের, পা রাখলেন হিন্দি গানের জগতে

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি যারা সেলিব্রেটি হয়ে উঠেছেন তাদের মধ্যে যেমন রয়েছেন রানু মন্ডল, ভুবন বাদ্যকর, ঠিক তেমনি এবার জায়গা পেলেন পূর্ব বর্ধমানের মিলন কুমার। এই মিলন কুমার লোকাল ট্রেনে গান গাওয়ার সময় ভাইরাল হন এবং তারপরেই তার ভাগ্য ফিরে যায়।

মিলন কুমার ভাইরাল হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে গান গাওয়ার ডাক পেতে শুরু করেন। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি স্টুডিওতে একাধিক বাংলা গান রেকর্ডিং করেছেন। তবে এবার এই বাংলা গান ছাড়িয়ে তিনি পা রাখলেন হিন্দি গানের জগতে, যা মিলন কুমারের জীবনের অন্যতম সাফল্য বলেই মনে করা হচ্ছে। মিলন কুমারও এইভাবে হিন্দি গান রেকর্ডিং করার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি।

জানা যাচ্ছে, তিনি সম্প্রতি চারটি গান রেকর্ডিং করেছেন যেগুলি এখনও পর্যন্ত রিলিজ হয়নি। এই চারটি গানের মধ্যে আবার দুটি গান রয়েছে হিন্দি। গানগুলির এক ঝলক তার ইউটিউব চ্যানেলে আপলোড করা হলেও এই বিষয়ে তিনি এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানান নি। তবে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই গানগুলি রিলিজ হবে এবং সেই সকল গান তার অন্যান্য গানের মতোই জনপ্রিয়তা অর্জন করবে।

মিলন কুমার পূর্ব বর্ধমানের নিত্যানন্দপুর গ্রামের একজন শিল্পী। তাকে খুব কষ্ট করেই জীবনযাপন করতে হয়। লোকাল ট্রেনে গান গেয়ে যাত্রীদের থেকে যা পেতেন তা দিয়েই চলতো তার সংসার। যদিও সম্প্রতি তিনি ভাইরাল হওয়ার পর তার ভাগ্যের চাকা ফিরে যায়। তার গানের গলায় এতটাই মিষ্টতা রয়েছে যে এইভাবে তার ভাগ্য ফেরার পরিপ্রেক্ষিতে তার অনুরাগীরা ‘প্রাপ্য সম্মান’ পেলেন বলেই দাবি করছেন।


মিলন কুমারের ইতিমধ্যেই দুটি স্টুডিও রেকর্ডিং গান রিলিজ হয়েছে। এই দুটি গান ইতিমধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে তার অনুরাগীদের সামনে। তবে মনে রাখতে হবে এই মিলন কুমার এই দুটি বা চারটি গান রেকর্ডিং করেই থেমে থাকছেন না। অন্ততপক্ষে আগামী কয়েক দিনের মধ্যেই তার হাফ ডজনের বেশি স্টুডিও রেকর্ডিং গান রিলিজ হতে চলেছে।

[ad_2]

Leave a Reply