ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

৩ বউ, ৩০ বাঘ, ৭ হাজার গাড়ি, অবাক করবে বিশ্বের এই সুলতানের সম্পত্তি

৩ বউ, ৩০ বাঘ, ৭ হাজার গাড়ি, অবাক করবে বিশ্বের এই সুলতানের সম্পত্তি
Rate this post

[ad_1]

৩ বউ, ৩০ বাঘ, ৭ হাজার গাড়ি, অবাক করবে বিশ্বের এই সুলতানের সম্পত্তি

নিজস্ব প্রতিবেদন : ছোট্ট একটি দেশের সুলতানের ধন-সম্পত্তি এখন অবাক করছে বিশ্বকে। এই দেশটি এবং এই দেশের সুলতান দেখিয়ে দিয়েছেন, বেশ ছোট হলেও ধন-সম্পত্তি নিয়ে তাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না। ছোট্ট এই দেশটি হলো মালয়েশিয়া এবং দক্ষিণ চিন সাগরে ঘেরা বোর্নিয়ো দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ ব্রুনেই। ১৯৬৭ সালের ৫ অক্টোবর এই দেশের সিংহাসনে বসেন তৃতীয় হাসানঅল বোকাইয়া ইবনি ওমর আলি সইফউদ্দিন। তাঁকে ‘হাসানঅল বোকাইয়া’ নামেই চেনে বিশ্ব।

এই সুলতানের ধন-সম্পত্তি ছাড়াও তার পদবী নিয়েও অবাক বিশ্ব। কারণ তার নাম এরপর রয়েছে বিশাল এক পদবী। সেই পদবী হল সুলতান হাজি হাসানঅল বোকাইয়া মুইজ্জাদ্দিন ওয়াদ্দালাহ ইবনি অল-মরহম সুলতান হাজি ওমর আলি সইফুদ্দিন সা’দুল কাহিরি ওয়াদ্দেন। এই একটি পদবী লিখতেই একটি বাক্য যেন তৈরি হয়ে যায়। তবে এই পদবী ছাড়াও এই সুলতানের আরও একটি পদবী রয়েছে ব্রুনেই দার-উস-সালেমের ইয়াং দি-পার্তুয়ান।

ব্রিটিশ ট্যাবলয়েড জানাচ্ছে, ইস্তানা নুরুল ইমান নামের প্রাসাদটি সুলতান নির্মাণ করিয়েছিলেন ১৯৮৪ সালে। ২০ লক্ষ বর্গফুটের এই প্রাসাদটি ইতিমধ্যেই গিনেস বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে। কারণ এই প্রাসাদটি হল বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ। এখানে রয়েছে ২২টি সোনার গম্বুজ, ১৭০০টি ঘর এবং ৫টি বিশালকার সুইমিং পুল এবং ২৫৭টি বাথরুম। পাশাপাশি রয়েছে ৫৬৪টি ঝাড়বাতি রয়েছে। এগুলিতে আলো ফোটাতে প্রায় ৫১ হাজার বাল্ব বসানো হয়েছে। এমনটাই দাবি ব্রিটিশ ট্যাবলয়েডের।

‘হাসানঅল বোকাইয়া’ দেশের সুলতান হওয়ার পাশাপাশি তিনি সেই দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং বিদেশ মন্ত্রী। ৭৬ বছর বয়সি এই সুলতানের সম্পত্তির পরিমাণ ৩০ বিলিয়ন পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় তা ২৮৩২৮১ কোটি টাকা। এখনো পর্যন্ত তিনি তিনবার বিয়ে করেছেন। এই বিশাল প্রাসাদ ছাড়াও তার যে সকল সম্পদ রয়েছে তার রীতিমতো অবাক করা।

তার কাছে নাকি কম করে রয়েছে ৭ হাজার গাড়ি। ৩৬৫টি ফেরারি, ২৭৫টি ল্যাম্বরঘিনি, ২৫৮টি অ্যাস্টন মার্টিন, ১৭২টি বগাটি, ২৩০টি পোর্শে, ৩৫০টি বেন্টলি, ৬০০টি রোল্‌স রয়েস, ৪৪০টি মার্সিডিজ বেঞ্জ, ২৬৫টি অডি, ২৩৭বিএমডব্লিউ, ২২৫টি জাগুয়ার এবং ১৮৩টি ল্যান্ড রোভার রয়েছে। এই সকল গাড়ি রাখার জন্য রয়েছে ১১০টি গ্যারেজ। এছাড়াও তাঁর কাছে রয়েছে বোয়িং ৭৪৭ বিমান। যার দাম নাকি ৩৩০৪ কোটি টাকা। ওই বিমানে রয়েছে সোনায় মোড়া বেসিন, জানলা, টেবিল এবং দামি চামড়ার আসন। এর পাশাপাশি তার রয়েছে একটি নিজস্ব চিড়িয়াখানা এবং সেখানে রয়েছে ৩০টি রয়্যাল বেঙ্গল টাইগার, অসংখ্য বাজপাখি, কাকাতুয়া এবং বিভিন্ন ধরনের জীবজন্তু।

[ad_2]

Leave a Reply