ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিকশা চালিয়ে রোড শো করলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র

পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিকশা চালিয়ে রোড শো করলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র
পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিকশা চালিয়ে রোড শো করলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র
Rate this post

Bengaliportal: দেশে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। সেই রুটিন মেনেই শনিবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। আর জ্বালানির দামবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের উদাসীনতার বিরুদ্ধেই এবার অভিনব প্রতিবাদে নামলেন মদন মিত্র। প্রাক্তন পরিবহণ মন্ত্রী হয়ে গেলেন রিকশাওয়ালা! ভিড় রাস্তাতেই রিকশাওলাকে সিটে বসিয়ে টানলেন রিকসা।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

দেশের একাধিক শহরে পেট্রলের মূল্য সেঞ্চুরি হাঁকিয়েছে ইতিমধ্যেই। কলকাতাও সেই পথেই এগোচ্ছে। শনিবার এ শহরে লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৭.৯৭ টাকা। একলিটার ডিজেলের দাম ৯১.৫০ টাকা। অতিমারী আবহে নাজেহাল রাজ্যবাসী। চাকরিও হারিয়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে যে গতিতে জ্বালানির দাম বাড়ছে, তাতে খুব তাড়াতাড়িই কলকাতায় পেট্রলের দাম একশোর গণ্ডি পার হবে। আর তারই প্রতিবাদে এদিন পথে নামেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। স্বভাবসিদ্ধভাবেই ফেসবুক লাইভে নিজের প্রতিবাদ তুলে ধরেন তিনি।

রিকশাওয়ালাকে প্রথমেই নতুন পোশাক উপহার দেন মদন মিত্র। তারপরই তাঁকে রিকশায় বসিয়ে নিজেই টানেন হাতরিকশাটি।

Leave a Reply