ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

গোটা দেশজুড়ে 10 লক্ষ চাকরির কথা ঘোষণা করলেন মোদি সরকার

গোটা দেশজুড়ে 10 লক্ষ চাকরির কথা ঘোষণা করলেন মোদি সরকার
গোটা দেশজুড়ে 10 লক্ষ চাকরির কথা ঘোষণা করলেন মোদি সরকার
Rate this post

বেঙ্গলি পোর্টাল: কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর রোজগার যোজনার ফলে সারা দেশে অন্তত 10 লাখ মানুষের চাকরি হবে এমনটাই দাবি করল মোদি সরকার। প্যাকেজের তৃতীয় পর্ব ঘোষণার সময় ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দাবি করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

জানা যাচ্ছে, epfo এর আওতায় কোনো সংস্থা যদি 15 হাজার টাকার নীচে কর্মী নিয়োগ করে সেক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে শর্তটি হল 1 মার্চ থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে কাজ হারানো কর্মীর কর্মসংস্থান করতে হবে। সুবিধাটি উপলব্ধ থাকবে অক্টোবর মাসের প্রথম দিন থেকে 30 জুলাই পর্যন্ত।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

যে সব সংস্থায় কর্মরত কর্মীর সংখ্যা 50 এর কম তাদের ক্ষেত্রে 2 জন। 50 এর অধিক হলে 5 জন কর্মীকে চাকরি দিতে হবে। কর্মীদের সংখ্যা হাজারের বেশি হলে সেক্ষেত্রে সরকার 12 শতাংশ ভর্তুকি দেবে।

আরও পড়ুন: SBI ব্যাংকে 2000 শূন্যপদে অফিসার নিয়োগ করছে, এখনই আবেদন করুন

আয়কর আইন অনুযায়ী, সার্কেল রেট এবং এগ্রিমেন্ট ভ্যালুর মধ্যে 10 শতাংশ পার্থক্য ছিল। এবার তা বাড়িয়ে 20 শতাংশ করা হচ্ছে। EXIM ব্যাংকে দেওয়া হচ্ছে 3 হাজার টাকা। করোনা গবেষণা ও প্রতিষেধক তৈরীর করার জন্য বায়োটেকনোলজি দপ্তরকে 900 কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply