ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

“সৈকতে নগ্ন মিলিন্দ” সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড় তুললেন নেট নাগরিকগণ

Naked Milind Soman On The Beach Took Netizens By Storm On Social Media
"সৈকতে নগ্ন মিলিন্দ" সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড় তুললেন নেট নাগরিকগণ
Rate this post

বেঙ্গলি পোর্টাল: 55 বছর বয়স যে শুধুমাত্রই একটা সংখ্যা, যা ক্যালেন্ডারে বাড়ে, প্রমাণ করে দিলেন বলিউড তারকা মিলিন্দ সোমন (Milind Soman)। তিনি সত্যিই এভারগ্রিন! “ওল্ড”। কারণ, বুধবার ৫৫ তম জন্মদিন পালন হয়েছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

জন্মদিনের আগেই তিনি গোয়ায় চলে গিয়েছেন। মঙ্গলবার একটি ছবি পোস্ট করে সেকথা অনুরাগীদের জানিয়েছিলেন তিনি। জন্মদিনের সকালে একেবারে নগ্ন একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা গিয়েছে, সমুদ্রের পাড়ে ওই অবস্থায় ছুটছেন মিলিন্দ। সামান্য কথায় নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, “হ্যাপি বার্থডে টু মি! #৫৫।” ছবিটি তুলেছেন মিলিন্দ সোমনের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার।

আরও পড়ুন: শাহরুখের জন্মদিনে অভিনব উদ্যোগ ফ্যান ক্লাবের

এই প্রথমবার নয়, ২৫ বছর আগে মধু সাপরে আর মিলিন্দের একটি নুড ফোটোশুট রীতিমতো ঝড় তুলেছিল। মিলিন্দ সোমনের সেই ছবি দেখেননি এমন মানুষ প্রায় নেই। একটা জুতোর ব্র্যান্ডের অ্যাড শুট ছিল। সম্পূর্ণ নগ্ন মিলিন্দ ও মধু। নগ্নতাকে কিছুটা ঢাকতে মিলিন্দের গলা থেকে পেঁচানো অবস্থায় ঝুলছে একটি অজগর সাপ।

Milind Soman
Milind Soman

মিলিন্দ তার জন্মদিনে আরও একবার নগ্ন ছবি পোস্ট করে যে সাড়া ফেলে দিয়েছেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই। প্রেমের সাগরে সব সময়ই হাবুডুবু খেতে দেখা গিয়েছে মিলিন্দ ও অঙ্কিতাকে। জন্মদিনেই মিলেছে প্রেমের প্রকাশ। মিলিন্দকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্ত্রী অঙ্কিতাও।

Leave a Reply