Bengaliportal: পূর্ব মেদিনীপুরের মেচেদার সভা থেকে ফের ভোট লুটের আশঙ্কা প্রকাশ করলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের সতর্ক করার পাশাপাশি পরামর্শ দিলেন, ভাল করে ইভিএম পরীক্ষা করার। একাধিক ইস্যুতে বিঁধলেন বিজেপিকে।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
শুক্রবার এগরা, পটাশপুরের পর মেচেদায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফের বিজেপি নেতাদের ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেন তিনি। অভিযোগ করেন, বিজেপি ভোট লুট করার জন্য বহিরাগতদের বাংলায় আনবে। অসৎ উপায়ে জেতার চেষ্টা করবে। আশঙ্কা প্রকাশের পাশাপাশি সমাধানের উপায়ও বলে দেন তৃণমূল নেত্রী। কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “মেশিনগুলো খুব ভাল করে দেখে নেবেন। হাতে সময় নিয়ে ইভিএম পরীক্ষা করবেন। তিরিশটা ভোটের পরই ভোট প্রক্রিয়া শুরু করবেন না। কোনও বুথ কর্মীকে যাতে বিজেপিরা কিনে নিতে না পারে সেদিকে নজর রাখবেন।” কেউ জোরপূর্বক ভোট লুটের চেষ্টা করলে মা বোনেদের হাতা-খুন্তি হাতে এগিয়ে যাওয়ার পরামর্শও দেন মমতা।
আরও পড়ুন: বাঁকুড়ায় ভোট প্রচারে গিয়ে গেড়ুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেন তৃণমূলের তারকা সাংসদ দেব