[ad_1]
নিজস্ব প্রতিবেদন : রেশন কার্ডের গুরুত্ব ভারতীয় নাগরিকদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ কার্ড হিসেবে পরিগণিত হয়ে থাকে। কারণ এই রেশন কার্ডের মাধ্যমে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সদস্যরা নানান সুবিধা পেয়ে থাকেন। বিশেষ করে লকডাউন চলাকালীন এই রেশন কার্ড খাদ্য সামগ্রী সরবরাহের অন্যতম রসদ হয়ে দাঁড়িয়েছিল।
জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রায় ৮১.৩৫ কোটি মানুষ খাদ্য নিয়ে সুরক্ষা পেয়ে থাকেন এই রেশন কার্ডের মাধ্যমে। এই আইনের অধীনে প্রায় ৭৯.৯৯ কোটি মানুষ ভর্তুকি হিসাবে খাদ্য সামগ্রী পান। তবে অনেকেই আছেন বিভিন্ন কাগজপত্র সহ নথির অভাবে রেশন কার্ডের তালিকায় নাম নথিভুক্ত করতে পারেন না।
সেই সকল মানুষদের কথা মাথায় রেখে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ডের তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অনেক সহজ প্রক্রিয়া আনতে চলেছে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বেশ কয়েকটি রাজ্যে এবং আগস্ট মাসের শেষের দিকে গোটা দেশে এই নতুন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নতুন এই প্রক্রিয়া সেই সকল মানুষদের সাহায্য করবে যারা বিভিন্ন কারণে রেশন কার্ড তৈরি করাতে পারছেন না।
সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে, গত আট বছরে বিভিন্ন কারণে ৪.৭ কোটি মানুষের রেশন কার্ড বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন প্রক্রিয়ার মাধ্যমে দেশের ১১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রেশন কার্ডে বা রেশন তালিকায় নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। এই রাজ্যগুলি হল অসম, গোয়া, লক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, পঞ্জাব এবং উত্তরাখণ্ড।
পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হওয়া নতুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগস্ট মাসের শেষের দিকে দেশের ৩৬ টি রাজ্যের চালু হয়ে যাবে। নতুন প্রক্রিয়ায় রেশন তালিকায় নাম নথিভূক্ত করার ক্ষেত্রে যেমন গ্রাহকরা অনেক সুবিধা পাবেন ঠিক তেমনি তাদের খাদ্য সুরক্ষার বিষয়টিও সুনিশ্চিত হবে। এই খাদ্য সুরক্ষা আইনের অধীনে কেন্দ্র সরকার বর্তমানে দেশের প্রায় ৮০ কোটি মানুষকে ২ থেকে ৩ টাকা কেজি করে চাল ও গম দিচ্ছে।
[ad_2]