আবার ভাঙল ট্রেনের পেন্ট্রোগ্রাফ। আর তার জেরে হাওড়া-ব্যান্ডেলর মাঝে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়ে পড়ে। এই ঘটনায় আবার নতুন করে আতঙ্কের সৃষ্টি হল।
তখন ঘড়ির কাঁটা ঠিক দুপুর ২টো ২০ মিনিট। আর হাওড়া থেকে ছেড়ে বর্ধমান লোকাল দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
কিন্তু মানকুণ্ডু স্টেশন পেরিয়ে এগোতেই ঘটল বিপত্তি। কারণ তখন ওভারহেড তারের ভেঙে যাওয়া স্টপারে ধাক্কা খায় ওই লোকালের পেন্ট্রোগ্রাফ। তাতে সেটি ভেঙে যায়। আর তত্ক্ষণাত্ দাঁড়িয়ে পড়ে বর্ধমান লোকাল।এই ট্রেনটি দাঁড়িয়ে পড়তেই পিছনে আর কয়েকটি ট্রেন এগোতে না পেরে দাঁড়িয়ে পড়ে। তখনই ঘটনাস্থলে পৌঁছয় রেলকর্মীরা। আর শুরু হয় মেরামতির কাজ। ৩.১০ মিনিট থেকে ৩.৫১ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে ছিল বর্ধমান লোকালটি। তারপর কোনওরকমে সামান্য মেরামতের জেরে ধীরগতিতে চলতে শুরু করে ট্রেনটি।