[ad_1]
নিজস্ব প্রতিবেদন : বিশ্বের বহু বিদেশি পর্যটকদের কাছে ভারত একটি বর্ণময়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক দেশ। কারণ এখানে পাহাড়, পর্বত, সমুদ্র, মালভূমি, সমভূমি কি না নেই। বিশ্বের অধিকাংশ জিনিসই রয়েছে ভারতের মাটিতে। ভারতে অধিকাংশ জিনিস থাকলেও বিদেশীরা ভারতে এসে মূলত কতকগুলি জায়গা দেখার জন্যই আকুল হয়ে থাকেন।
আগ্রা : উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রা, যা কেবল ভারতীয়দের কাছে নয়, বিদেশীদের কাছেও অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। কারণ এখানে রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল সহ আরও একাধিক ঘুরে দেখার জায়গা। এছাড়াও উত্তরপ্রদেশের বেনারস দেখতে বারবার বিদেশি পর্যটকদের আগমন ঘটে।
ধর্মশালা : হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় অবস্থিত মনোমুগ্ধকর জায়গা হল ধর্মশালা। এখানে কম পর্যটক আসার কারণে এখানকার পরিবেশ এখনো মনমুগ্ধকর হয়ে আছে।
ঋষিকেশ : উত্তরাখণ্ডের ঋষিকেশ বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা। যোগ রাজধানী হিসাবে পরিচিত এখানে অনেক আশ্রম রয়েছে যেখানে যোগ এবং ধ্যানের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
কসৌল : ভারতের আমস্টারডাম বলা হয়ে থাকে হিমাচল প্রদেশের কসৌলকে। এখানে দেখার মত বহু জায়গা থাকার পাশাপাশি পর্যটকরা ট্রেকিং এবং রিভার রাফটিং করার সুযোগ পান।
পুদুচেরি : ভারতে যে সকল ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা হল পুদুচেরি। এখানে রয়েছে প্যারাডাইস বিচ, অরবিন্দ আশ্রম, সেরেনিটি বিচ, রক বিচ, অস্ট্রি লেক, মিরিন মসজিদ এবং আনন্দ রাঙ্গা পিল্লাই হাভেলি সহ সমুদ্র সৈকত থেকে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ।
জয়সলমীর : দেশী বিদেশী প্রতিটি পর্যটকদের কাছেই রাজস্থানের এই জয়সলমীর নানান রূপ নিয়ে ধরা দেয়। এমনিতেই বছরের বিভিন্ন সময় রাজস্থানে বিদেশি পর্যটকদের আগমণ ঘটে। প্রতিটি পর্যটকদের কাছে রাজস্থান অন্যতম প্রিয়।
[ad_2]