বিয়ে করলেন ‘মিঠাই’-র রাতুল ও ‘এখানে আকাশ নীল’-র হিয়া অর্থাত্ অভিনেতা উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী। এই দিন আইনী বিয়ে সেরেছেন টেলিপাড়ার এই জনপ্রিয় জুটি । শুধু তাই না, মালাবদল ও সিঁদুরদান সবটাই সম্পন্ন হয়েছে।
বিয়ের পর কেক কেটে জীবনের নতুন পথচলা উদযাপন করলেন নবদম্পতির। কোনও জাকজমক ছাড়াই, খুব ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের নিয়ে বিয়ে সেরেছেন এই তারকা জুটি। বর -কনের পোষাক, কেক, গোলাপের মালা থেকে সাজসজ্জা সব কিছুই আয়োজন হয়েছিল কিছুটা বলিউডি বিয়ের মতো প্যাস্টেল থিমে। উদয় পরেছিলেন একটি হালকা নীল রঙের শেরওয়ানি। অন্যদিকে অনামিকার পরনে প্যাস্টেল পীচ রঙা শাড়ি, সঙ্গে ম্যাচিং গর্জিয়াস স্লিভলেস ব্লাউজ এবং মানানসই হালকা গয়না। আগেই শোনা গিয়েছিল জুন – জুলাই মাস নাগাদ বিয়ে করবেন উদয়- অনামিকা। তবে বিয়ের দিনক্ষণ কিছুই প্রকাশ্যে আনেনি আগে। সোশ্যাল মিডিয়ায় বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন জুটি। আদুরে ছবিগুলির পোস্টের ক্যাপশনে লেখা, “আমাদের নতুন শুরু.! আমরা পেরেছি.।” উদয়- অনামিকা দু’জনেরই ফ্যানেদের সংখ্যা বিপুল। তবে শুধু অনুগামী নয়, তারকারাও জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি উদয়- অনামিকা। এর আগে বিভিন্ন ধারাবাহিকে একাধিক বার আলাদাভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন দু’জনেই। তবে এবার বাস্তবে চার হাত এক হল তারকা জুটির। দু’জনেই ছোটপর্দার চেনা মুখ। প্রায় আড়াই বছর ধরে প্রেম করার পর বিয়ে করলেন তাঁরা।