[ad_1]
নিজস্ব প্রতিবেদন : রাস্তা তৈরি করার ক্ষেত্রে সাধারণত পাথর, বালি, পিচ ব্যবহার করা হয়ে থাকে। গ্রাম্য এলাকায় মোরামের রাস্তা দেখা যায়। আর এখন বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে ঢালাইয়ের রাস্তা তৈরি করা হচ্ছে। কিন্তু এবার এসবের বাইরে দেশের নতুন গর্ব হল বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা।
এর আগে আরও একটি রেকর্ড তৈরি করেছিল ভারত। তা হল ইস্পাত কারখানার বর্জ্য পদার্থ দিয়ে রাস্তা তৈরি করা। সেই রকমই এবার বজ্র প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করে অনন্য নজির সৃষ্টি করছে দেশ। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে এই ধরনের একটি রাস্তা তৈরি করা হয়েছে এবং কলকাতাতেও একটি রাস্তা তৈরি করা হবে।
বেঙ্গালুরুতে যে নতুন একটি রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তাটি তৈরি হয়েছে রিসাইকেলড প্লাস্টিক দিয়ে। যে প্লাস্টিক দিনের পর দিন পরিবেশের ক্ষতি করছে সেই প্লাস্টিক দিয়েই এবার রাস্তা তৈরি। বেঙ্গালুরুতে একটি রাস্তা তৈরি হওয়ার পাশাপাশি আরও একটি এই ধরনের প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
বেঙ্গালুরুতে বর্জ্য প্লাস্টিক দিয়ে যে রাস্তাটি তৈরি করা হয়েছে, সেই রাস্তাটি চলে গিয়েছে বেলানদুরের আরএমজেড ইকোস্পেস থেকে আউটার রিং রোড পর্যন্ত। এই প্রথম বেঙ্গালুরুতে এই ধরনের কোন রাস্তা তৈরি করা হলো। জানা যাচ্ছে, প্রায় তিন হাজার কেজি প্লাস্টিক ব্যবহার করে এই রাস্তা তৈরি করা হয়েছে। পাশাপাশি যাতে খালাখন্দ না হয় তার জন্য এই রাস্তার উপর বিশেষ নজরদারি চালানো হবে।
Working Day & Night to make a #potholefreeindia using our Automatic #ColdMix #Pothole #Machines@BBMPCOMM @BBMPCares @BBMPAdmn @CMofKarnataka its time to introduce these machines in #Bengaluru to finally make the roads safe and #potholefree
Learn more at https://t.co/rJabWK83Sz pic.twitter.com/60yfM2Gd3t— Akshay uppal (@AkshayUppal17) June 22, 2022
তবে শুধু বেঙ্গালুরু নয়, এর পাশাপাশি কলকাতাতেও এই প্রথম এই ধরনের প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিধান সরণি, খিদিরপুরের কার্ল মার্ক্স সরণি এবং বেহালার নেতাজি সুভাষ রোড সহ আরও বেশ কিছু জায়গায় এই প্রযুক্তি ব্যবহার করে রাস্তা তৈরি করা হবে বলে জানা যাচ্ছে পুরসভা সূত্রে।
[ad_2]