জেলায় জেলায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এইদিন পূর্ব বর্ধমান জেলায় প্রথম বর্ধমান শহরে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করলো। খাগড়াগড় এলাকায়, পাশাপাশি কেষ্টপুর ও সড়াইটিকর এলাকাতেও রুট মার্চ চালালো কেন্দ্রীয় বাহিনী।
কেন্দ্র বাহিনীর তত্ত্বাবধানে ছিলেন ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী এবং বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী। এদিন গোটা খাগড়াগড় এলাকা কেন্দ্র টহলদারি চালায়। ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী এবং বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী কথা বলেন সাধারণ মানুষের সাথে যাতে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।