যুগের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা।তার ক্রমাগত বেড়েই চলেছে প্রতিযোগিতা। পরিবেশ দূষণের পাশাপাশি জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে ইলেকট্রিক যানবাহনই কেনার কথা বেশি চিন্তা করছেন সাধারণ মানুষ। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়ইলেকট্রিক যানবাহনের দাম এতোটাই বেশি যে তা কেনার আগে দু’বার ভাবতে হয় সকলকে।
তবে সেই সমস্যার সমাধান এনেছে একটি সংস্থা। কারণ, তারা এমন একটি স্কুটার নিয়ে এসেছে যা কেনার জন্য আপনাকে খরচ করতে হবে ২৫,০০০ টাকা। অন রোডে সেটি ২৯,০০০ এ দাঁড়ায়।এই স্কুটার শুধুমাত্র চার্জিং নয় আপনি চাইলে সাইকেলের মতো প্যাডেলিং করেও চালাতে পারেন। আর এই স্কুটার তৈরি করেছে ‘এভন’ সংস্থা।
এই স্কুটারটির বিশেষত্ব হলো এই স্কুটারটি একটি 48V/12Ah লিথিয়াম আয়ন ব্যাটারীর সাথে আসে। যা একবার ফুল চার্জ দিলে স্কুটারটিকে 50 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। রয়েছে ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ইউএসবি পোর্ট, পুশ স্টার্ট, এলইডি লাইট। এছাড়া যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই স্কুটারের দুই চাকাতে ড্রাম ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে