ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মনোনয়নপত্র তুলে নেওয়ার হুমকি-পোস্টার পড়ল প্রার্থীর বাড়িতে, অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে

মনোনয়নপত্র তুলে নেওয়ার হুমকি-পোস্টার পড়ল প্রার্থীর বাড়িতে, অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে
মনোনয়নপত্র তুলে নেওয়ার হুমকি-পোস্টার পড়ল প্রার্থীর বাড়িতে, অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে
Rate this post

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় আশান্তির আবহাওয়া দেখা গিয়েছে।মনোনয়ন পর্ব শেষ হয়েছে দিনকয়েক আগেই। বিরোধীরা বারবার অভিযোগ করেছে, মনোনয়ন জমা দেওয়ার বাধা দিয়েছে শাসক দল। অভিযোগ, মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে মনোনয়নপত্র জমা করায় হুমকি পোস্টার পড়েছে বলে অভিযোগ।

অভিযোগ, পোস্টার পড়েছে কংগ্রেসের এক পঞ্চায়েত সমিতির প্রার্থীর বাড়িতে।মঙ্গলবার সকালে মানিকনগর গ্রামে নিজের বাড়িতে এই হুমকি পোস্টার দেখতে পান মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের পাঁচ নম্বর পঞ্চায়েত সমতির আসনে কংগ্রেস প্রার্থী সাদের আলী। সোমবার গভীর রাতে কংগ্রেস প্রার্থীর বাড়ির দরজায় কেউ বা কারা ওই পোস্টার লাগিয়ে দিয়ে যান বলে অভিযোগে । ঘটনার কথা জানাজানি হতেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এবার পঞ্চায়েত নির্বাচনে ওই আসনে আলীর মূল লড়াই মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা শাসক দলের ওই কেন্দ্রের প্রার্থী গোলাম মহম্মদ আকবরীর বিরুদ্ধে।

সাদের আলী বলেন, ‘আজ ভোর চারটে নাগাদ আমি ঘুম থেকে উঠে দেখতে পাই আমার বাড়ির দরজায় কেউ বা কারা একটি হুমকি পোস্টার লাগিয়ে দিয়ে গেছে। সেই পোস্টারে তৃণমূলের নামে হুমকি দিয়ে লেখা রয়েছে আমাদের ব্লক সভাপতির বিরুদ্ধে দাঁড়িয়ে তুই জিততে পারবি না। নিজের ভালো চাইলে ‘নমিনেশন’ তুলে নে। তা নাহলে নিজের কবর খুঁড়ে রাখ।’কংগ্রেস প্রার্থী বলেন, ‘এই পোস্টারের পর আমি আতঙ্কিত হয়ে পড়েছি এবং পুলিশের কাছে নিজের নিরাপত্তা চাইছি। ‘তৃণমূল কংগ্রেস প্রার্থী আকবরী এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘আমাদের দলের শীর্ষ নেতৃত্ব স্বচ্ছ ভাবে ভোট করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই প্রায় সমস্ত রাজনৈতিক দল থেকে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা করেছেন। তবে ভোটের দিন যত এগিয়ে আসছে সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা বুঝতে পারছেন ভোট হলে তাঁরা জিততে পারবে না। তাই এই ধরনের মিথ্যা অভিযোগ করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে।’

Leave a Reply