ফের বিতর্কের মুখে পড়লেন বলিউডের ভাইজান, সালমান খান। তবে এবার নিজের জন্য নয়, বরং নিরাপত্তারক্ষীদের কারণেই ফের সলমনকে নিয়ে শোরগোল বলিউডে।
কাণ্ডটা হল, সম্প্রতি ‘দাবাং থ্রি’ ছবির সলমনের সহ-অভিনেত্রী হেমা শর্মা বিস্ফোরক অভিযোগ এনেছেন সালমন খানের দেহরক্ষীদের বিরুদ্ধে।
তবে শুধুই দেহরক্ষী নয়। হেমার অভিযোগ সলমন সব কিছু জেনেও চুপ ছিলেন।তা ঠিক কী ঘটেছে?সম্প্রতি এক সাক্ষাত্কারে হেমা জানিয়েছেন, ‘আমি সলমনের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। একবার দেখা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম। দাবাং থ্রি ছবিতে সলমন সঙ্গেই আমার এক দৃশ্যে অভিনয় করার কথা ছিল। সুযোগটা পেয়ে সত্য়িই আনন্দ পেয়েছিলাম। কিন্তু ওই দৃশ্যের শুটিংয়ের সময় সলমন ছিলেন না। স্বাভাবিক ভাবেই, আমি খুব হতাশ হয়ে পড়ি। সলমনের সঙ্গে আমার আর দেখা করা হয়নি।”
সাক্ষাত্কারে হেমা আরও বলেন, ‘বিগ বস’ রিয়্য়ালিটি শো পণ্ডিত জনার্দনের সঙ্গে আমার পরিচিতি হয়। আমরা দু’জনে গিয়েছিলাম সলমনের সঙ্গে দেখা করতে। কিন্তু তখন সলমনের দেহরক্ষীরা আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে। আমি জানি এই ঘটনা সলমন জেনেও কিছু বলেননি। এই ঘটনার পরে ১০ দিন আমি রাতে ঘুমোতে পারিনি।’
‘