ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইন্টারনেট ছাড়া হবে UPI পেমেন্ট, আজব ফোন লঞ্চ করছে itel

ইন্টারনেট ছাড়া হবে UPI পেমেন্ট, আজব ফোন লঞ্চ করছে itel
ইন্টারনেট ছাড়া হবে UPI পেমেন্ট, আজব ফোন লঞ্চ করছে itel
Rate this post

যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ উন্নত হচ্ছে স্মাটফোন। এই প্রবল রমরমাতেও ফিচার ফোন যে বাজার থেকে একেবারে হারিয়ে গেছে – এমনটা মোটেও নয়। বরঞ্চ এখনও দেশের বহু মানুষ অত্যাধুনিক প্রযুক্তি ঠাসা স্ক্রিন টাচ হ্যান্ডসেটের বদলে কী-প্যাড মডেলগুলিই ব্যবহার করতে বেশি পছন্দ করেন।

আর সময়ের সাথে তাল মিলিয়ে মোবাইল ব্র্যান্ডগুলিও কিছু চমক সহযোগে নতুন ফিচার ফোন বাজারে আনে। ঠিক যেমন itel শীঘ্রই ইন্ডিয়ান মার্কেটে একটি নতুন ফিচার ফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। 91mobiles-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সস্তা ফোন তৈরির জন্য জনপ্রিয় এই কোম্পানিটি itel Super Guru নামে একটি ফোন চালু করতে চলেছে, যা UPI 123Pay ফিচারের সাথে আসবে। এই ফিচারের কারণে এই ফোনের ব্যবহারকারীরা ইন্টারনেট এবং স্মার্টফোন ছাড়াই UPI পেমেন্ট করতে পারবেন। এছাড়া আসন্ন Itel Super Guru-এর দাম ২,৫০০ টাকার কম হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

itel Super Guru ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)ইউপিআই ১২৩পে ছাড়াও আইটেল সুপার গুরু ফোনটি ক্যামেরা, টর্চ লাইট, স্পিকার এবং টি৯ (T9) কীপ্যাডের মতো মৌলিক বৈশিষ্ট্যগুলির সাথে আসতে পারে। এক্ষেত্রে ফোনটির পুরুত্ব হবে ৯.৮ মিমি। এছাড়া বলা হচ্ছে যে, এই নতুন আইটেল ফোনে কোম্পানি ১,৯০০ এমএএইচ ব্যাটারি দেবে, যার সাথে থাকবে সুপার ব্যাটারি মোড ফিচার।

Nokia 106 (2023)-এর সাথে পাল্লা দেবে নয়া itel Super Guruপ্রসঙ্গত উল্লেখ্য, ফিচার ফোনের প্রসিদ্ধ নির্মাতা নোকিয়াও গত মাসেই ভারতে নোকিয়া ১০৬ (২০২৩) নামের একটি ফোন লঞ্চ করেছে, যাতে ক্রেতারা ইউপিআই ১২৩পে ফিচার দেখতে পাবেন। এর সাথে থাকবে ১,৪৫০ এমএএইচ ব্যাটারি, ইনবিল্ট এমপি৩ (MP3) প্লেয়ার, মাইক্রো এসডি (microSD) কার্ড স্লট, টর্চ লাইট ইত্যাদি ফিচার। শুধু তাই নয়, এই নোকিয়া ফোনে বহু পুরোনো স্নেক গেমটিও খেলতে পারবেন। এর দাম ২,১৯৯ টাকা। তাই সবমিলিয়ে আইটেলের এই ফোনটি নোকিয়া ১০৬-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

অনলাইন পেমেন্ট পরিষেবার ক্রমবর্ধমান নির্ভরশীলতার কথা মাথায় রেখে গত বছরের শুরুতে এনপিসিআই (NPCI) ফিচার ফোনের জন্য বিশেষভাবে ডিজাইনড্ ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস চালু করে, যার নাম ইউপিআই ১২৩পে। এই ফিচারের সাহায্যে ইউজাররা ইন্টারনেট এবং স্মার্টফোন ছাড়াই সম্পূর্ণ নিরাপদে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এটি মূলত আইভিআর (IVR) বা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমের ওপর ভিত্তি করে কাজ করবে।

Leave a Reply