ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সোনাঝুরি হাটে আদিবাসীদের সঙ্গে বেধড়ক নাচ বাঙালির স্পাইডারম্যানের

সোনাঝুরি হাটে আদিবাসীদের সঙ্গে বেধড়ক নাচ বাঙালির স্পাইডারম্যানের
Rate this post

[ad_1]

সোনাঝুরি হাটে আদিবাসীদের সঙ্গে বেধড়ক নাচ বাঙালির স্পাইডারম্যানের

নিজস্ব প্রতিবেদন : হলিউড সিনেমা স্পাইডারম্যান ছোট বড় অনেকেই দেখেছেন। সেই সিনেমায় দেখা গিয়েছে অসীম শক্তির অধিকারী এই স্পাইডারম্যান কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে উড়ে গিয়ে শত্রুদের দমন করছে। তবে জানেন কি হলিউডের এই স্পাইডারম্যানের মতোই বাংলায় রয়েছে এক বাঙালি স্পাইডারম্যান।

বীরভূমের ইলামবাজার ব্লকের এক যুবক বাঙালির স্পাইডারম্যান নামে পরিচিত। ওই যুবক স্পাইডারম্যানের পোশাক পরে বিভিন্ন জায়গায় হুবহু স্পাইডারম্যানের মতোই আচার-আচরণ করে থাকেন। তাকেই প্রথম নিজের কীর্তি দেখাতে দেখা গিয়েছিল দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে। সেই সময় থেকেই তার বিপুল জনপ্রিয়তা। এরপর সিউড়ি, কলকাতা, শান্তিনিকেতন সহ বিভিন্ন জায়গায় তিনি এইভাবে তার কীর্তি দেখিয়েছেন।

এরই মধ্যে সম্প্রতি ওই বাঙালি স্পাইডারম্যানকে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে ফের নিজের কীর্তি দেখাতে দেখা যায়। দিন কয়েক আগে ওই বাঙালি স্পাইডারম্যান হাজির হন সোনাঝুরি হাটে। সোনাঝুড়িহাটে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন হয়ে থাকে। রাজ্য ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকেও পর্যটকরা এখানে আসেন। সেখানে এসে বহু পর্যটকদের আদিবাসীদের সঙ্গে কোমর দোলাতে দেখা যায়। তবে এবার এই বাঙালি স্পাইডারম্যান আদিবাসীদের সঙ্গে তাদের গানে কোমর দোলালেন।

সম্প্রতি কনদ মুখার্জি নামে এক ব্যক্তি বীরভূমের এই সোনাঝুড়ির হাটে বেড়াতে আসেন এবং সেখানে দেখতে পান আদিবাসীরা তাদের বাদ্যযন্ত্র নিয়ে প্রতিদিনের মতোই সোনাঝুড়ির হাটে হাজির হয়ে নাচ গান করছেন। এরই মধ্যে তাদের নাচের দলে ঢুকে পড়েন বাঙালি স্পাইডারম্যান এবং তিনিও তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে শুরু করেন।

আদিবাসীদের এই নাচের টানে যেমন বহু পর্যটকদের শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে এসে তাদের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় ঠিক তেমনি বাঙালি স্পাইডারম্যানকে এইভাবে নাচতে দেখে সেখানে উপস্থিত পর্যটকরা যেমন থমকে দাঁড়ান, ঠিক তেমনি আবার তারা রীতিমত চমকে যান।

[ad_2]

Leave a Reply