শহরের দিকে প্রায়শই দেখা যায় রাতে চুরি চামারি। কিন্তু এবার ঘটলো ঠিক উল্টো ঘটনা।দিনে দুপুরে বাড়ির গৃহকর্ত্রীকে বেহুঁশ করে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। উত্তরপাড়ার মাখলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাখলা এলাকার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এক গৃহস্থ বাড়িতে অচেনা এক ব্যক্তি গিয়ে জল খেতে চান।
সেইসময় ওই গৃহকর্ত্রী জল আনতে গেলে ওই ব্যক্তি বাড়িতে থাকা বয়স্ক শাশুড়ীকে আঘাত করে তাঁকে অজ্ঞান করে দেন। এরপর গৃহকর্ত্রীকে অজ্ঞান করে বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেন অভিযুক্ত। এরপরই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। উত্তরপাড়া থানার তরফ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান, বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হয় যে হঠাত্ করে দুপুর বেলা অচেনা ব্যক্তি বাড়িতে এলে সাধারণ মানুষকে একটু সচেতন থাকতে হবে । সন্দেহ হলে দ্রুত থানায় খবর দেওয়া দরকার। স্থানীয় কাউন্সিলর ও উপ পুরপ্রধান খোকন মন্ডল বলছেন বিষয়টি অনভিপ্রেত। প্রশাসন ব্যবস্থা নেবে।