টেট নিয়ে বড়ো ঘোষণা সরকারের।টেট উত্তীর্ণদের সার্টিফিকেটের মেয়াদ এ বার থাকবে ‘আজীবন’। নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন।
এনসিটিই-এর তরফ থেকে টেট সার্টিফিকেটের মেয়াদ আজীবন করার জন্য আইনে সংশোধন করা হয়।
কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে একাধিক বার বললেও সেই নির্দেশিকা কার্যকর করেনি রাজ্য। অবশেষে স্কুল শিক্ষা দফতরেরর তরফে চিঠি পাঠিয়ে কেন্দ্রের আইন মানার কথা বলা হয় এসএসসিকে। তারপর এসএসসির তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়। এর দরুণ কয়েক হাজার টেট উত্তীর্ণদের সুবিধা হবে বলেও জানানো হয়। এর আগে টেট উত্তীর্ণ দের সার্টিফিকেটের মেয়াদ ছিল সাত বছর। অর্থাত্ একবার টেট উত্তীর্ণ হলে আবার সাত বছর পর টেট দিতে হতো।এবার থেকে তা আর হবে না এ রাজ্যে