লঞ্চ হবার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টেলিগ্ৰাম।যত দিন যাচ্ছে ততই বাড়ছে টেলিগ্ৰামের প্রসার।এবার আরো আকর্ষণ বাড়াতে টেলিগ্রাম আরও নানারকম ফিচার নিয়ে আসছে। এবার টেলিগ্রামেও মিলবে স্টোরি দেওয়ার সুযোগ।টেলিগ্রামের ফাউন্ডার পাভেল দুরভ বলেন, ‘আমরা অতি শিগগিরই নতুন ফিচার আনছি।
স্টোরি ফিচার।’ অর্থাত্ এবার হোয়াটসঅ্যাপের মতোই স্টোরি দেওয়া যাবে টেলিগ্রামেও। তবে এর জন্য মাসখানেক অপেক্ষা করতে হতে পারে।টেলিগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা স্টোরি ফিচারের জন্য অপেক্ষা করছিলেন। সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত। তবে শুধু স্টোরি দেওয়াই নয়, মিলবে হাইড অপশনও। চাইলে নির্দিষ্ট কয়েকজনের সঙ্গেও শেয়ার করা যাবে স্টোরি। এই ফিচার যোগ হলে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা এক ধাক্কায় অনেকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।প্রসঙ্গত, বর্তমানে ফেসবুক, হোয়াটস ও ইনস্টাগ্রামে রয়েছে স্টোরি ফিচার। অর্থাত্ ব্যবহারকারীরা পছন্দের যে কোনো ছবি স্টোরিতে দিতে পারেন। ২৪ ঘণ্টা পর নিজে থেকেই তা আবার সরে যায়।