ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বাংলা ভাষায় করতে হবে প্রতিটি রেলস্টেশনের নাম রেলমন্ত্রীকে চিঠি ঝাড়খন্ডের সাংসদের

বাংলা ভাষায় করতে হবে প্রতিটি রেলস্টেশনের নাম রেলমন্ত্রীকে চিঠি ঝাড়খন্ডের সাংসদের
বাংলা ভাষায় করতে হবে প্রতিটি রেলস্টেশনের নাম রেলমন্ত্রীকে চিঠি ঝাড়খন্ডের সাংসদের

বাংলা ভাষায় করতে হবে প্রতিটি রেলস্টেশনের নাম রেলমন্ত্রীকে চিঠি ঝাড়খন্ডের সাংসদের।ঝাড়খণ্ডের সমস্ত রেল স্টেশনের নাম লেখা হোক বাংলায়। এমনটাই দাবি জানালেন ঝাড়খণ্ডের রাজ্যসভার সাংসদ শিবু সোরেন। বিশেষ এই দাবি নিয়ে ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে শিবু সোরেন দাবি, ঝাড়খণ্ডের বাংলা অধ্যুষিত এলাকাগুলি চিহ্নিত করে স্থানীয় ভাষার পাশাপাশি সেই এলাকার রেলস্টেশনের নাম বাংলায় লিখতে হবে।

বিষয়টি নিয়ে চিঠি দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও। চিঠিতে বলা হয়েছে, বহু বাংলাভাষী মানুষ বসবাস করেন ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, মানভূম, সিংভূম, ধলভূম ও পাঁচপরগনা এলাকায়। সেই সমস্ত এলাকার মানুষ বাংলায় কথা বলেন।শিবু সোরেনের আরও অভিযোগ, “বিগত কয়েক বছরে একাধিক রেল স্টেশনগুলির বাংলা নামগুলি মুছে দেওয়া হয়েছে।” ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার সুপ্রিমো শিবু সোরেন তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, একটা সময় পাকুর, বারহওয়া, জামতারা, মিহিজাম, মধুপুর, জাসিডিহ, মাইথন, কুমার ধুবি, চিরকুন্ডা, কালুবাথান, ধানবাদ, গোমো, পরশনাথ, হাজারিবাগ রোড, মুরি, রাঁচি, হাতিয়া, চাকুলিয়া, গালুডিং, রাখা খনি, টাটানগর, চান্ডিল কান্দ্রা, চক্রধরপুর, চাইবাসা, বরকাকানা, রাঁচি রোডের মতো অনেক পুরানো রেলস্টেশনের নাম বাংলা অক্ষরে লেখা ছিল। যা মুছে দেওয়া হয়েছে।

Leave a Reply