Bengaliportal: কিছু দিন যাবত কলকাতা হাইকোর্ট বন্ধ থাকার পর স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে হাইকোর্টে। আজ ৮ এপ্রিল, বৃহস্পতিবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা আদালতে শুনানির জন্য উঠছে। এর মধ্যে আছে পায়েল বাগের করা প্রশ্ন ভুল মামলা। তাছাড়া উঠছে বিদেশ গাজীর করা মামলা।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
গত ২৩ ডিসেম্বর প্রাথমিকে ১৬,৫০০ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ঠিক তার পরের দিনই প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পায়েল বাগ নামে জনৈকা টেট উত্তীর্ণ।